কলকাতা: বলিউডে গুঞ্জন দীর্ঘদিন ধরেই.. প্রেম করছেন অগ্যস্ত নন্দ (Agastya Nanda) আর সুহানা খান (Suhana Khan)? দীর্ঘদিন ধরেই নাকি তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। পার্টি থেকে শুরু করে একাধিক জায়গাতেই তাঁরা নাকি একসঙ্গে যাতায়াত করছেন। আর এবার জন্মদিনেই কি প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন সুহানা? অগ্যস্তর জন্মদিনে শেয়ার করে নিলেন মিষ্টি একটি ছবি। সঙ্গে রইল কী বার্তা? 


শোনা যায়, জ়োয়া আখতারের ‘দ্য আর্চিজ়’ ছবির শুটিং থেকেই ঘনিষ্ঠতা বাড়ে অগ্যস্ত ও সুহানার। এই ছবির মাধ্যমেই ইতিমধ্যেই পর্দায় পা রেখেছেন সুহানা ও অগ্যস্ত। একসঙ্গে কাজ করেছেন তাঁরা। শাহরুখ খানের কন্যা ও অমিতাভ বচ্চনের নাতির সম্পর্ক নিয়ে সেই থেকেই তো কানাঘুষো শুরু। সেই সম্পর্কে এবার কি সিলমোহর দিলেই সুহানা নিজেই? সম্প্রতি অগ্যস্তর জন্মদিনে তিনি একটি সাদা কালো ছবি শেয়ার করে নেন। সেখানে দেখা যাচ্ছে মজার ছলে অগ্যস্তর কান ধরে রয়েছেন সুহানা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে সুহানা লিখেছেন, 'শুভ জন্মদিন'। সুহানা এই ছবি শেয়ার করে নিতেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মনে করছেন, এই ছবির মাধ্যমেই যেন প্রেমে সিলমোহর দিলেন সুহানা। খুনসুটির মধ্যেই যে লুকিয়ে রয়েছে প্রেমের রসায়ন, তাই যেন প্রকাশ্যে এল। 


তবে তাঁরা প্রেম করছেন কি না সেই নিয়ে এখনও মুখে কুলুপ অভিনেতা অভিনেত্রীর। শোনা যায়, একসঙ্গে শ্যুটিং করতে গিয়েই তাঁদের বন্ধুত্ব এবং তারপরে ঘনিষ্ঠতা। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। দীপাবলির অনুষ্ঠানেও একসঙ্গে নজর কেড়েছিলেন অগ্যস্ত ও সুহানা। অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তেও একটি পর্বে একসঙ্গে গিয়েছিলেন তাঁরা। তবে সুহানা ও অগ্যস্ত সম্পর্কে তাঁদেরই এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন, ওদের নিয়ে তো আগ্রহ থাকবে সেটাই স্বাভাবিক। তবে ওরা কি আদৌ প্রেম করছে? ওদের দেখে তো মনে হয় না। তবে এমন স্টারকিডদের নিয়ে দর্শকদের আগ্রহ থাকবে সেটাই স্বাভাবিক। তবে ওদের সম্পর্ক থাকলেও ওদের দেখে বোঝার উপায় নেই। আমার সন্দেহ রয়েছে ওদের মধ্যে আদৌ কোনও সম্পর্ক আছে কি না।


আরও পড়ুন: Rituparna Sengupta: প্রয়াত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।