পাকিস্তান বক্স-অফিসে রেকর্ড ‘সুলতান’-এর, প্রথম পাঁচদিনে ব্যবসা ১৫ কোটি
Web Desk, ABP Ananda | 10 Jul 2016 03:20 PM (IST)
লাহৌর: পাকিস্তানের বক্স অফিসে রেকর্ড গড়ল বলিউড সুপারস্টার সলমন খান ও অনুষ্কা শর্মা অভিনীত ‘সুলতান’ ছবিটি। মুক্তি পাওয়ার প্রথম পাঁচদিনে পাকিস্তানে ১৫০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। এমনটাই জানা গিয়েছে। পাকিস্তানে ছবির ডিস্ট্রিবিউটর জিও ফিল্মসের তরফ থেকে মেলা খবর অনুযায়ী, ঈদের দিন মুক্তি পাওয়ার হিসেবে গত বছর পাক ছবি ‘জওয়ানী ফির নহি আনি’ সবথেকে ভাল ব্যবসা করেছিল। এবছর সেই রেকর্ডকে ভেঙে দিয়েছে ‘সুলতান’। জিও ফিল্মস জানিয়েছে, বুধবার থেকে রবিবার -- অর্থাৎ প্রথম পাঁচদিনের টিকিট নিঃশেষিত। তারা জানিয়েছে, রবিবার পর্যন্ত ‘সুলতান’ মোট ১৫০ কোটি টাকা ঘরে তুলেছে। এরমধ্যে ঈদের দিন ৩৫ কোটি এবং তার পর দিন ৪১ কোটি টাকার ব্যবসা করেছে আলি আব্বাস জাফর নির্দেশিত ছবিটি।