কলকাতা: গোবিন্দ আর তাঁর স্ত্রী সুনীতা আহুজা-র বিচ্ছেদের গুঞ্জন সম্প্রতি বারে বারেই উঠেছে। হামেশাই সুনীতাকে একে দেখে পাপারাৎজিরা প্রশ্ন করেছেন, কেন সুনীতা একা? কেন সঙ্গে নেই গোবিন্দ? বারে বারেই জবাব দিয়েছেন সুনীতা। কখনও আবার জবাব না দিয়ে এড়িয়ে গিয়েছেন। তবে সদ্যই ব্লগিং শুরু করেছেন সুনীতা। সেখানে তিনি নিজের কথা, নিজের পরিবারের কথা বলেন। আর সেখানেই, গোবিন্দের সঙ্গে বিচ্ছেদের সম্পর্কে বলতে গিয়ে কেঁদে ফেলেন সুনীতা। কিন্তু কেন? তবে কি তাঁর আর গোবিন্দর বিচ্ছেদ কেবল গুঞ্জন নয়? সত্যিই কি তাঁদের বিচ্ছেদ হতে চলেছে?
গোবিন্দার সঙ্গে সুনীতার বিবাহবিচ্ছেদ?
গোবিন্দ আর সুনীতার বিয়ের বয়স এখন ৩৭ বছর। এই তারকা দম্পতি দুই সন্তান - টিনা এবং যশবর্ধন আহুজার বাবা-মা। এই বছরের শোনা যায়, গোবিন্দ এবং সুনীতা আলাদা হওয়ার পরিকল্পনা করছেন। তাঁর ব্লগে, সুনীতাকে মা মহাকালী মন্দিরে দর্শন করতে দেখা যায়। এখানে এক পুরোহিত তাঁকে জিজ্ঞাসা করেন দেবীর কাছে প্রথমবার তিনি কি কারণে এসেছিলেন? এর উত্তরে সুনীতা কেঁদে ফেলেন এবং বলেন, 'যখন আমি গোবিন্দর সঙ্গে দেখা করি, তখন আমি প্রার্থনা করেছিলাম যে তাঁর সঙ্গে আমার বিয়ে হোক এবং আমার জীবন ভালোভাবে কাটুক।'
এর পরে, তিনি তাঁর বিবাহবিচ্ছেদের গুজব নিয়ে কথা বলেন এবং বলেন, 'কেউ যদি আমার ঘর ভাঙার চেষ্টা করে...যে আমার মনকে কষ্ট দেবে, মা কালী তাদের সবার গলা কেটে দেবেন। একজন ভালো মানুষকে, ভালো মেয়েকে কষ্ট দেওয়া ভালো নয়। আমি আর কারও উপর বিশ্বাস করি না।'
কেন গোবিন্দ আর সুনীতার বিচ্ছেদ শিরোনামে এসেছিল?
ফেব্রুয়ারি মাসে শোনা যাচ্ছিল, গোবিন্দ আর সুনীতার বিচ্ছেদ নাকি একেবারেই সময়ের অপেক্ষা। তাঁদের বারে বারে মতপার্থক্য হওয়াতেই নাকি তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। আরও শোনা যাচ্ছিল, গোবিন্দর সঙ্গে ৩০ বছর বয়সী এক মারাঠি অভিনেত্রীর সম্পর্ক তৈরি হয়েছে। সেটাই নাকি তাঁদের বিচ্ছেদের অন্যতম কারণ। অনেকদিন ধরেই নাকি আলাদা বাড়িতে থাকছেন তাঁরা। এরপরে সংবাদমাধ্যমের কাছে সুনীতা জানিয়েছিলেন, গোবিন্দ রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন। সেই কারণে তিনি ও তাঁর মেয়ে আলাদা থাকেন। কাজ মিটিয়ে গোবিন্দা আবার বাড়িতেই ফিরে আসেন।