Govinda-Sunita: গোবিন্দকে মিস করছেন? সুনীতার উত্তর উস্কে দিল বিচ্ছেদের জল্পনা

Sunita Ahuja on Govinda: এর আগে শোনা গিয়েছিল গোবিন্দ ও সুনীতার বিচ্ছেদ হয়ে যাবে। তাঁরা নাকি আইনিভাবে বিচ্ছেদের পথেও এগিয়েছিলেন

Continues below advertisement

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় গোবিন্দ ও সুনীতার বিচ্ছেদ নিয়ে চূড়ান্ত জল্পনা চলছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করছেন তাঁদের বিচ্ছেদ হতে চলেছে। আর আজ সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে যেন সেই গুঞ্জনে আরও ঘৃতাহুতি হল। আজ সুনীতা একটি অনুষ্ঠানে পাপারাৎজিদের সামনে আসেন। সেখানে সুনীতাকে গোবিন্দর ব্যাপারে প্রশ্ন করা হলে, তিনি মুখে কুলুপ আঁটার ইঙ্গিত করেন। অর্থাৎ তিনি গোবিন্দর ব্যপারে কিছু বলতে চান না। এরপরে পাপারাৎজিদের তরফ থেকে প্রশ্ন আসে, সুনীতা গোবিন্দকে মিস করছেন কি না। এই কথার উত্তরে সুনীতা উত্তর দেন, 'ঠিকানা দিয়ে দেব কি?'

Continues below advertisement

এর আগে শোনা গিয়েছিল গোবিন্দ ও সুনীতার বিচ্ছেদ হয়ে যাবে। তাঁরা নাকি আইনিভাবে বিচ্ছেদের পথেও এগিয়েছিলেন। গোবিন্দ এবং সুনীতার দাম্পত্য ভাঙনের মুখে বলে বেশ কিছুদিন ধরেই চর্চা। সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন সুনীতা নিজেই। নিজের একাকীত্ব নিয়ে যেমন মুখ খুলেছেন, তেমনই পরকীয়া নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায় তাঁকে। আর সেই আবহেই বিস্ফোরণ ঘটে আইনি নোটিস পাঠানোর খবরে। জানা যায়, কয়েক মাস আগেই গোবিন্দকে বিচ্ছেদের নোটিস পাঠান সুনীতা। (Sunita Ahuja)

তারকা দম্পতির সম্পর্কে সবকিছু যে ঠিক নেই, তা গোড়াতেই স্বীকার করে নিয়েছিলেন গোবিন্দের আইনজীবী ললিত বিন্দল। এবার আইনি নোটিস নিয়েও মুখ খুলেছেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ছ’মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করেন সুনীতা। কিন্তু পরে আবার মিটমাট হয়ে যায়। ফের মিল হয়ে গিয়েছে দু’জনের। স্বামী-স্ত্রীর মধ্যে এমন ঘটতেই থাকে। কিন্তু ওঁদের সম্পর্ক মজবুত। এখন সব ঠিক আছে।” সংবাদমাধ্যমে ললিত বলেন, “আমরা একসঙ্গে নেপালও গিয়েছিলাম নতুন বছরে। সেখানে পশুপতিনাথ মন্দিরে পুজো দেওয়া হয়। এখন ওঁদের মধ্যে সব ঠিক আছে। ওঁদের সম্পর্ক মজবুত। ওঁরা চিরকাল একসঙ্গে থাকবেন।” তবে গোবিন্দ এবং সুনীতা আলাদা থাকছেন বলে যে খবর সামনে এসেছে, তা খারিজ করে দিয়েছেন ললিত। তিনি জানিয়েছেন, সাংসদ হওয়ার পর একটি বাংলো কেনেন গোবিন্দ। দম্পতির ফ্ল্যাটের উল্টোদিকেই সেই বাংলো। ওই বাংলোয় কাজকর্ম সারেন গোবিন্দ, কখনও কখনও সেখানে ঘুমানও। স্বামী-স্ত্রী একসঙ্গেই আছেন বলে জানিয়েছেন ললিত।

এমনিতে গোবিন্দ এবং সুনীতার সম্পর্ক কম টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়নি। বিবাহিত থাকা অবস্থায় অন্য নারীর প্রতি অনুরক্ত হয়ে পড়ার কথাও স্বীকার করেছিলেন গোবিন্দ। সেই আবহে সুনীতাকেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায়। গোবিন্দের সঙ্গে বিয়ে নিয়েও আক্ষেপ করেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, "পরের জন্মে গোবিন্দের মতো স্বামী চাই না আমি।" কিন্তু ললিতের মতে, সুনীতা গোবিন্দের মতো সন্তান চান বলেছিলেন। কিন্তু তাঁর মন্তব্য বিকৃত করা হয়। সেই থেকেই এত জল্পনা-কল্পনা। গোবিন্দ এবং সুনীতার সম্পর্ক ভাঙতে পারে না বলে এর আগে মন্তব্য করেন অভিনেতার ভাগ্নে কৃষ্ণ অভিষেকও।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola