কলকাতা: প্রয়াত করিশ্মা কপূরের (Karishma Kapoor) এর প্রাক্তন স্বামী সঞ্জয় কপূর (Businessman Sunjay Kapur)। মৃত্যুকালে ব্যবসায়ীর বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। সূত্রের খবর অনুযায়ী, ব্যবসায়ী যখন পোলো খেলছিলেন, সেই সময়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে মডেল পিয়া সচদেবের সঙ্গে বিবাহিত ছিলেন তিনি। এর আগে, একটা সময়ে করিশ্মা কপূরের সঙ্গে বিবাহিত সম্পর্কে ছিলেন সঞ্জয় কপূর। তবে সেই সম্পর্ক সুখের হয়নি। করিশ্মা ও সঞ্জয়ের ছেলে ও মেয়ে রয়েছেন। তাঁরা করিশ্মার কাছেই থাকেন। তাঁদের এক মেয়ের নাম সামাইরা ও ছেলের নাম কিরণ।
২০০৩ সালে করিশ্মা ও সঞ্জয়ের বিবাহ হয়েছিল। ২০১৪ সালে লম্বা আইনি লড়াইয়ের পরে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এখন ছেলে ও মেয়েকে নিয়ে আলাদাই থাকছিলেন করিশ্মা। অন্যদিকে সঞ্জয় বিয়ে করেছিলেন মডেল পিয়া সচদেবকে। সুখী দাম্পত্য ছিল তাঁদের। আজ সকালেই আমদাবাদে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক প্লেন দুর্ঘটনার কথা শুনে নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট ও করেছিলেন সঞ্জয় কপূর। কিন্তু তখন সম্ভবত তিনি নিজেও কল্পনা করতে পারেননি যে আমদাবাদ ফ্লাইট দুর্ঘটনার দিনটি তাঁর জীবনেরও শেষ দিন হবে।
আমদাবাদ ফ্লাইট দুর্ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় কপূর লিখেছিলেন, 'ভয়াবহ খবর! দুর্ভাগ্যজনক ভাবে এয়ার ইন্ডিয়ার বিমান আমদাবাদে ভেঙে পড়েছে। যে সমস্ত পরিবার এই ঘটনায় তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের জন্য কেবল প্রার্থনা। এই কঠিন সময়ে, তাঁরা যেন শক্ত থাকেন।' এর কয়েকটি দিন আগে, সোশ্যাল মিডিয়ায় জীবন বোধ সম্পর্কে একটি পোস্ট করেছিলেন সঞ্জয়। তিনি লিখেছিলেন, 'পৃথিবীতে তোমার সময় সীমিত। কেন হল এই প্রশ্ন না রেখে, যদি এমন হত, এই প্রশ্ন রেখে যাও।'
আজ সোশ্যাল মিডিয়ায় লেখক সুহেস শেঠ সঞ্জয় কপূরের প্রয়াণের ব্যাপারে সিলমোহর দেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত করিশ্মা কপূর বা তাঁর পরিবারের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি। বিচ্ছেদের পরে সঞ্জয়ের সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন করিশ্মা। বিয়ের কয়েক বছর পর থেকেই তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়। সঞ্জয়ের নামে বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছিলেন করিশ্মা। অবশেষে ২০১৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপরে ফের বিয়ে করেছিলেন সঞ্জয়। তবে আর বিয়ে করেননি করিশ্মা। তিনি দুই ছেলে মেয়েকে নিয়েই রয়েছেন।