নয়াদিল্লি: ১১ অগাস্ট মুক্তি পেয়েছে সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল (Ameesha Patel) অভিনীত 'গদর ২' (Gadar 2)। মুক্তির পর থেকেই বিপুল ব্যবসা করে চলেছে এই ছবি এবং ভাঙছে একের পর এক রেকর্ড। আরও ভারি হল রেকর্ডের পাল্লা। হিন্দি ছবির মধ্যে সর্বকালের সর্বোচ্চ ব্যবসার নিরিখে তৃতীয় স্থানে পৌঁছল 'গদর ২'। পিছনে ফেলল আমির খানের (Aamir Khan) 'দঙ্গল' (Dangal) ও যশের (Yash) 'কেজিএফ চ্যাপ্টার ২'-কে (KGF Chapter 2)। 


'গদর ২' ছবির মুকুটে নয়া পালক


সর্বকালের হিন্দি ছবির ব্যবসার নিরিখে 'গদর ২' জায়গা করে নিল তৃতীয় স্থানে। সেই হিসেবে সানি দেওলের এই ছবি পিছনে ফেলল আমির খান অভিনীত 'দঙ্গল' ও দক্ষিণের জনপ্রিয় 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবিকে। 


ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রবিবার পোস্ট করে জানান 'গদর ২' ছবির বক্স অফিস কালেকশনের পরিমাণ। ভারতে এই ছবি এখনও পর্যন্ত ৪৩৯.৯৫ কোটি অর্থাৎ প্রায় ৪৪০ কোটি টাকা আয় করে ফেলেছে। 


তরণ আদর্শ লেখেন, ''কেজিএফ ২'কে টপকে গেল, এরপর আছে 'বাহুবলী ২'... 'দঙ্গল'-এর সর্বকালীন আয় পেরিয়ে যাওয়ার পর 'গদর ২' পেরিয়ে গেল 'কেজিএফ ২' হিন্দির আয়ও... 'গদর ২' এখন তৃতীয় সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবি ভারতের... বক্স অফিস রেকর্ড এখনও ভেঙে চলেছে এই ছবি.... তৃতীয় সপ্তাহে শুক্রবার ৭.১০ কোটি, শনিবার ১৩.৭৫ কোটি আয়, অর্থাৎ মোট ৪৩৯.৯৫ কোটি টাকা করেছে।'


এর আগে এক্সিবিটর ও ডিস্ট্রিবিউটর সানি খান্না সংবাদ সংস্থা আইএএনএসকে বলেছিলেন, 'এই ছবি সপ্তাহান্তে প্রেক্ষাগৃহের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ ভরিয়ে রেখেছে। এই ছবির হাত ধরে এমন অনেক প্রেক্ষাগৃহ প্রাণ ফিরে পেয়েছে যেগুলি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। জাতীয় স্তরের মাল্টিপ্লেক্স চেনের কথা বাদ দিলেও, যে সমস্ত ছোট মাল্টিপ্লেক্সে কিছুদিন আগেও ৮ শতাংশ বুকিং হচ্ছিল, সেখানেও ৬০ শতাংশ পূর্ণ হচ্ছে দর্শকাসন, এবং সবটাই 'গদর ২'-এর জন্য সম্ভব হয়েছে।'


একাধিক ট্রেড অ্যানালিস্টের দাবি এই ছবির আয় বৃদ্ধি পেয়েছে স্বাধীনতা দিবসের দিন থেকে। ওই দিন 'গদর ২' বিপুল ব্যবসা করে। তবে দ্বিতীয় শনিবার ছবির আয় পড়ে যায় ৩০ শতাংশ মতো। যদিও 'পাঠান', যা এখনও সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবি, তারও দ্বিতীয় শনিবার ব্যবসা নিম্নমুখী হয়েছিল, তবে 'গদর ২' ফের মাথা তুলেছে, এবং এই মুহূর্তে 'অপ্রতিরোধ্য' এই ছবি, তা বলাই যায়। 


আরও পড়ুন: New Bengali Serial: ছোটপর্দায় ফিরছেন 'ফড়িং', নতুন ধারাবাহিকে খেয়ালির বিপরীতে থাকছেন অনুভব


এই সময়ে প্রেক্ষাগৃহে বিভিন্ন অঞ্চলের ছবি চলছে। অ্যানালিস্টদের মতে এখন প্রেক্ষাগৃহ ও ইন্ডাস্ট্রির জন্য সব মিলিয়েই খুব ভাল সময়। একদিকে যেমন সানি দেওলের 'গদর ২' চলছে, সেই সঙ্গে চলছে অক্ষয় কুমারের 'ওএমজি ২', রজনীকান্তের 'জেলার' ও চিরঞ্জীবীর 'ভোলা শঙ্কর'। উল্লেখ্য প্রত্যেকটি ছবিই বেশ ভালই ব্যবসা করছে প্রেক্ষাগৃহে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial