মুম্বই: পণ্য তো সব কিছুই। যা বিক্রি করতে হবে তা পণ্য তকমা দিলে ক্ষতি কী। প্রশ্ন সানি লিওনের।

এক সময়ের প্রাপ্তবয়স্ক ছবির নায়িকাকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, ভারতীয় চলচ্চিত্র দুনিয়া মহিলাদের পণ্য হিসেবে দেখায় কিনা। জবাবে সানি বলেছেন, পণ্য শব্দটি আপত্তিকর বলে মনে হয় না তাঁর। যা বিক্রি করতে হবে, তা আমরা সবাই পণ্যের তালিকায় তুলি। তাঁর কাছে, এটা ব্র্যান্ড সানি লিওনকে বিক্রি করা। ছবির ক্ষেত্রে, এটা ছবিকে বিক্রি করা।

সানি জানিয়েছেন, প্রথম যখন তাঁর কাছে বিগ বস-এ যোগ দেওয়ার প্রস্তাব আসে, তিনি প্রত্যাখ্যান করেছিলেন। মনে হয়েছিল, প্রাপ্তবয়স্কদের ছবির নায়িকা হওয়ায় ভারতীয়রা ঘৃণা করবেন তাঁকে। কারণ এর আগে ভারতীয়দের সঙ্গে তাঁর অভিজ্ঞতা সে কথাই বলে। কিন্তু পরে যখন তাঁরা ওই শো ও দর্শকসংখ্যা তথ্য দেয়, তখন তাঁর মনে হয়, এতে যোগ না দিলে সেটাই হবে তাঁর কেরিয়ারের সবথেকে বড় ভুল।

কিন্তু বিগ বসে যোগ দিতে এসে বলিউডেই থেকে গেলেন কেন? সানির জবাব, এখানে কাজ করতে এসে তিনি দেখেন, ভারতে তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে তাঁর মনে যে সংশয় ছিল, তা সম্পূর্ণ ভুল। কিছু মানুষ তাঁকে পছন্দ করেন না ঠিকই, সে জন্যও তাঁদের তিনি সম্মান করেন। কিন্তু এমন বহু মানুষ রয়েছেন, যাঁরা তাঁকে ভালবাসেন, তাঁর কাজ ভালবাসেন।

তবে তাঁর অতীত নিয়ে চুলচেরা বিশ্লেষণ এখনও চলছে বলে মনে করেন সানি। কিন্তু সেই অতীত তাঁর নিজের তৈরি বলে তা নিয়ে তাঁর কোনও আফশোস নেই। যদি এখনও তাঁকে কেউ কোনও কাজ দেন, তখনও আসলে কাজ দেওয়া হয় আগের সেই গ্ল্যামারাস, সেক্সি সানি লিওনকে। হয়তো তাঁর এই পরিচয়ে সকলে খুশি নন। কিন্তু তা তাঁর নিজের হাতে নির্মীত হওয়ায় তাঁর এতে কোনও সমস্যা নেই।