কলকাতা: বর্তমানে তিনি ৩ সন্তানের মা। নিশা, নোয়া আর অ্যাশর। সামাজিক মাধ্যমে যতই তাঁকে নিয়ে পছন্দ আর পছন্দের দ্বন্দ্ব লেগে থাকুক না কেন, তাঁর মাতৃসত্ত্বাকে সমাদর করে আসছেন সবাই। প্রত্যেকেই প্রশংসা করেন সানি লিওন (Sunny Leone) -এর মাতৃসত্ত্বার। কেরিয়ারের পাশাপাশি, ৩ সন্তানের মায়ের দায়িত্বই সমানভাবে পালন করে আসছে সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল। তবে এতটাই কি সহজ ছিল ৩ সন্তানের মা হওয়া? সদ্য, সোহা আলি খান (Soha Ali Khan)-এর পডকাস্টে এসে, নিজের মাতৃত্ব নিয়ে কথা বললেন, সানি লিওন। 

Continues below advertisement

অভিনেত্রী জানিয়েছেন, তিনি কখনোই সন্তান প্রসবের কথা পরিকল্পনা করেননি।  ২০১১ সালে ড্য়ানিয়েলকে বিয়ে করেছিলেন সানি লিওন। তখনও তাঁরা নীল ছবির দুনিয়ায় ছিলেন। তবে সানি ও ড্য়ানিয়েলের যে সন্তানের পরিকল্পনা ছিল না, তা বললে ভুল হবে। সানি ও ড্যানিয়েল দুজনেই নিজেদের ডিম্বানু ও শুক্রানু সংরক্ষণ করেছিলেন। তাঁরা চেয়েছিলেন, তাঁদের সন্তান হোক, তবে গর্ভধারণ করতে নারাজ ছিলেন সানি লিওন। তাঁর ইচ্ছা ছিল, তিনি সন্তান দত্তক নেবেন। 

এই বিষয়ে সানি লিওন বলেন, ড্যানিয়েল ও তিনি আগেই শুক্রাণু ও ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন। এর মধ্যে সানির ডিম্বানু থেকে ৪ জন কন্যাসন্তান জন্ম নিতে পারতেন ও ২ সন্তান হত পুরুষ সন্তান। ড্যানিয়েল ও সানি লিওনের ইচ্ছে ছিল, তাঁদের প্রথম সন্তান মেয়ে হবে। তবে ৪ বার চেষ্টা করার পরে, ৪টি ডিম্বানু ও নষ্ট হয়ে যায়। বেঁচে থাকে কেবল ২টি পুরুষ ডিম্বাণু। এই ঘটনায় সানি লিওন আর ড্যানিয়েল ভেঙে পড়েছিলেন। তবে তাঁরা এই বিষয়ে কাউকে কিছু জানাননি। তাঁরা চেয়েছিলেন, নিজেদের মধ্যেই এই কষ্টের সময়টা কাটাতে। 

Continues below advertisement

এরপরে, সানি ও ড্যানিয়েল সন্তান দত্তক নেওয়ার আবেদন জানান। একই সময়ে সারোগেসির মাধ্যমে নিজের ২ পুরুষ সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার প্রচেষ্টা শুরু করেন। দত্তক নেওয়ার পদ্ধতি অনেকটাই লম্বা। এর ফলে সানি লিওন যখন কন্যা নিশাকে দত্তক নিয়ে ঘরে আনেন, তখন জানতে পারেন, খুব কম সময়ের মধ্যেই তাঁর ঘরে আসতে চলেছে দুই শিশু। সানি ও ড্যানিয়েল ৩ সন্তানকেই সমানভাবে মনোযোগ দেওয়ার কথা স্থির করেন। এরপরে ৩ সন্তানকে নিয়েই শুরু করেন নতুন জীবন। এখন সানি লিওন ও ড্যানিয়েল ভীষণ খুশি যে তাঁরা সন্তানের সিদ্ধান্ত নিয়েছিলেন।