দেখুন ইনস্টাগ্রামে নতুন ছবি দিয়ে ভক্তদের মনে কেমন ‘প্রেমের আগুন’ ছড়ালেন সানি লিওন
সানি লিওনের অতীত সকলেরই জানা। পর্নস্টার থেকে তিনি মেইনস্ট্রিম ছবিতে এসেছেন। আদতে ভারতীয় হলেও বেশির ভাগ সময় কাটিয়েছেন আমেরিকা ও কানাডায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসানির আগামী ছবির তালিকায় রয়েছে ‘তেরা ইন্তেজার’ ও ‘টোটাল ধামাল’।
শাহরুখ খান অভিনীত ‘রঈস’ ছবিতে সানিকে ‘লায়লা ও লায়লা’ গানে দেখা গিয়েছিল। এই গান এতটাই জনপ্রিয় হয় যে ২০১৭ সালের সবথেকে হিট গানের শিরোপা পায়।
‘জিসম-২’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন সানি। তারপর থেকে প্রায় ২ ডজন ছবিতে অভিনয় ও আইটেম ডান্সারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
এই ফটোশ্যুটের আরও অনেক ছবি আসা বাকি। ততক্ষণ দেখে নেওয়া যাক সানি লিওনের কিছু আগের ইনস্টাগ্রাম পোস্ট।
সম্প্রতি, এক শিশুকন্যাকে দত্তক নিয়েছেন ৩৬ বছরের সানি লিওন। এর জন্য যথেষ্ট প্রশংসিত হন তিনি।
সানির ভক্ত সংখ্যা এতটাই বেশি যে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাতে লাইক আসতে শুরু করে।
বহুল জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন এফএইচএম-এর জন্যও কভার শ্যুট করিয়েছেন সানি লিওন। সেই ছবিও ইনস্টাগ্রাম টাইমলাইনে শেয়ার করেছেন তিনি।
সম্প্রতি, স্প্লিটসভিলা শোয়ের কিছু ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেন সানি। দেখুন সেই ছবি...
বড় পর্দার আগে, ছোট পর্দাতেও হাত পাকিয়েছেন সানি নিওন। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে ভারতীয় টেলিভিশন জগতে অভিষেক ঘটে সানির। এর পাশাপাশি, তিনি এমটিভি-র ‘স্প্লিটসভিলা’-তেও কাজ করেছেন।
১ কোটির বেশি ইনস্টাগ্রাম ফলোয়ারের মালকিন বলিউড অভিনেত্রী সানি লিওন ফের নিজের মোহময়ী ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -