মুম্বই: গত বছর ২৯ অক্টোবর প্রয়াত হন দক্ষিণের জনপ্রিয় তারকা পুনীত রাজকুমার (Puneeth Rajkumar)। মাত্র ৪ ৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। অভিনেতার এই অকাল মৃত্যু এখনও মেনে নিতে পারেননি তাঁর বহু দর্শক। কন্নড় ছবির ইন্ডাস্ট্রির এই মহাতারকা দেশজুড়ে নিজের জায়গা তৈরি করেছিলেন। শুধু অনুরাগীদের কাছেই নন, তিনি জনপ্রিয় ছিলেন তাঁর সহ-অভিনেতাদের কাছেও। সম্প্রতি দক্ষিণের আর এক সুপারস্টার যশ (Yash) একটি মানবিক উদ্যোগ নিলেন পুনীত রাজকুমারের স্মৃতিতে।


পুনীত রাজকুমারের স্মৃতিতে কী করলেন যশ?


বক্স অফিসে ঝড় তোলা অভিনেতার নাম যশ। তাঁর অভিনীত ছবি 'কেজিএফ চ্যাপ্টার টু'-এর শুধুমাত্র হিন্দি ভার্সনই প্রথমদিন দেশজুড়ে ৫৪ কোটি টাকার ব্যবসা করে। সারা দেশে এখনও পর্যন্ত যত ছবি মুক্তি  পেয়েছে, তার সমস্ত কিছুর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই ছবি। সম্প্রতি পুনীত রাজকুমারের স্বপ্নের প্রোজেক্ট 'গন্ধরা গুড়'র প্রি রিলিজ ইভেন্টে উপস্থিত ছিলেন যশ। আপ সেখানেই প্রয়াত অভিনেতার স্মৃতিতে বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করলেন তিনি। পুনীত রাজকুমারের সমাজসেবার পদক্ষেপকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ২৫ কর্ণাটকের ২৫ জেলায় অ্যাম্বুলেন্স দেওয়ার কথা জানালেন তিনি এই প্রোজেক্ট শুরু করেছিলেন প্রকাশ রাজ শিবরাজ কুমার, সুরিয়া এবং চিরঞ্জিবী। প্রত্যেকেরই অ্যাম্বুলেন্স দান করেন সাধারণ মানুষের সুবিধার্থে। তাঁরা প্রত্যেকে জেলায় জেলায় অ্যাম্বুলেন্স দান করেন। সেই বিশেষ দায়িত্বই এবার নিলেন যশ। 'কেজিএফ' তারকা যশ ঘোষণা করেন যে, বাকি জেলাগুলিতে তিনি অ্যাম্বুলেন্স দান করবেন। সেই মতো কর্নাটকের ২৫টি জেলায় তিনি অ্যাম্বুলেন্স দেওয়ার কথা জানান।


প্রসঙ্গত, অভিনেতা যশের এমন মানবিক উদ্যোগ এই প্রথমবার নয়। এর আগেও তিনি সাধারণ মানুষের সুবিধার্থে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। করোনা পরিস্থিতিতে যখন কাজ বন্ধ রয়েছে, তখন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি কর্মীদের দেড় কোটি টাকা দিয়ে সাহায্য করেন তিনি।


আরও পড়ুন - Salman Khan: ভাইফোঁটায় শার্টলেস ছবি পোস্ট সলমন খানের, নজর সরছে না অনুরাগীদের 


প্রসঙ্গত, প্রয়াত কন্নড় অভিনেতা (Kannada actor) পুনীত রাজকুমারকে (Puneeth Raj Kumar) মরণোত্তর 'কর্ণাটক রত্ন' (Karnataka Ratna) সম্মানে ভূষিত করা হবে। এটি কর্ণাটক সরকার প্রদত্ত সর্বোচ্চ নাগরিক পুরস্কার। ১ নভেম্বর, বেঙ্গালুরুতে এটি অনুষ্ঠিত হবে। কর্ণাটক সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এমনটাই। কর্ণাটক মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, 'পুনীত রাজকুমার আসল কন্নড় রত্ন, যিনি তাঁর জীবনভরের পরিশ্রম দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। যুবকদের অনুপ্রেরণা হয়ে থাকুন তিনি এবং এই কারণেই তাঁকে মরণোত্তর সম্মান দেওয়া হচ্ছে।' ১ নভেম্বর, বিকেল ৫টায় এই সম্মান প্রদান অনুষ্ঠান করা হবে। উপস্থিত থাকবেন শিল্প ও কলা দুনিয়ায় বিভিন্ন নামী মানুষেরা, এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরাও।