নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট সোমবার 'ন্যাশনাল কনসিউমার ডিসপুট রিড্রেসাল কমিশন' (National Consumer Dispute Redressal Commission)-এর নির্দেশের বিরুদ্ধে 'যশ রাজ ফিল্মস'-এর (Yash Raj Films) দায়ের করা একটি মামলার অনুমতি দিয়েছে যা ওই প্রযোজনা সংস্থাকে এক ভোক্তার মামলার খরচ সমেত ১০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসাবে বলিউডের জনপ্রিয় সিনেমা 'ফ্যান' থেকে একটি গান বাদ দেওয়ার কারণে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি পি এস নরসিংহ ও অরবিন্দ কুমারের বেঞ্চ NCDRC-এর নির্দেশ বাতিল করে বলেন, 'আমরা মামলা দায়েরের অনুমতি দিয়েছি'। 


সুপ্রিম কোর্টে 'যশ রাজ ফিল্মস', ক্ষতিপূরণ দিতে হবে তাদের?


মামলাকারী আফরিন ফাতিমা জাইদিকে তাঁর মামলার খরচা ৫০০০ টাকা সহ মোট ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশ ২০১৭ সালে রাজ্য কমিশন দেয়, তাকেই বহাল রাখে NCDRC। এই রায়কে চ্যালেঞ্জ করে যশ রাজ ফিল্মস প্রাইভেট লিমিটেড দ্বারস্থ হয় উচ্চতর আদালতের। সেখানেই শুনানি চালাকালীন এই মামলার অনুমতি দেওয়া হয়। 


ঠিক কী ঘটেছিল?


যিনি অভিযোগ করেন, তিনি যখন শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'ফ্যান' (Fan) ছবির প্রোমোশনাল ভিডিও দেখেন, তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন যে পরিবারের সঙ্গে এই ছবি তিনি দেখতে যাবেন। প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যাওয়ার আগে যে প্রোমো জাইদি ও তাঁর সন্তানেরা দেখেছিলেন তাতে 'জবরা ফ্যান' ('Jabra Fan' Song) নামক একটি গান ছিল, কিন্তু সিনেমা দেখার পর তাঁরা বোঝেন যে ছবিতে এই গানটি নেই। তাঁর অভিযোগে তিনি জানান যে, প্রতারিত বোধ করে তিনি একটি ভোক্তা অভিযোগের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা ফোরামের কাছে গিয়ে ক্ষতিপূরণ চেয়ে আবেদনকারীদের একটি নির্দেশনা সহ প্রচার করার নির্দেশ দিয়েছিলেন যে উল্লিখিত গানটি ছবিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এই অভিযোগ ডিস্ট্রিক্ট ফোরাম থেকে বাতিল করে দেওয়া হয়। এরপর তিনি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মহারাষ্ট্রের স্টেট কনসিউমার রিড্রেসাল কমিশনের দ্বারস্থ হন। 


আরও পড়ুুন: 'Bhuto': সত্যজিৎ রায়ের কাহিনি অবলম্বনে মঞ্চে 'ভূতো', মুখ্য ভূমিকায় ভেন্ট্রিলোকুইস্ট পলাশ অধিকারী


যদিও প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের তরফে বলা হয় ওই অভিযোগাকরীকে উপভোক্তা বলা চলে না এবং জানানো হয় যে 'জবরা ফ্যান' গানটি টিভি চ্যানেলে প্রচারমূলক ট্রেলার হিসেবেই দেখানো হয়েছিল এবং প্রেস সাক্ষাৎকারের মাধ্যমে তা বিপুলভাবে এবং পরিষ্কারভাবে আগেই সাধারণ মানুষের কাছে খোলসা করা হয়েছিল যে এই গানটি ছবিতে থাকবে না।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।