মুম্বই:  ভক্তদের কার্যত চমকে দিয়ে ফের মা হওয়ার খবর ঘোষণা করলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সোশ্যাল মিডিয়ায় স্বামী ড্যানিয়েল ওয়েবার, দত্তক কন্যা নিশার সঙ্গে দুই নবজাতকের ছবি দিলেন সানি লিওন। ছবির সঙ্গে একটি হৃদয় ছুঁয়ে যাওয়া নোটও লিখেছেন সানি।



সেখানে তিনি লিখেছেন, সপ্তাহখানেক আগে জন্ম হয় তাঁর যমজ পুত্র সন্তানের। তারপরই তিনি লেখেন ২০১৭ সালের ২১ জুন তিনি এবং ড্যানিয়েল বুঝতে পারেন, ভগবান তাঁদের পরিবার বাড়ানোর জন্যে পরিকল্পনা করেছেন। তাঁরা উপলব্ধি করেন, ফের তাঁদের কোল আলো করে আসছে আরও দুই সন্তান। এখন তাঁদের সংসার পূর্ণ হয়েছে। দুই ছেলের নাম রেখেছেন অ্যাশার সিংহ ওয়েবার, নোয়া সিংহ ওয়েবার এবং নিশা কৌউর ওয়েবার। তবে সানির এই দুই সন্তান সারোগেসির মাধ্যমে হয়েছে, না সানিই জন্ম দিয়েছেন সেব্যাপারে দম্পতি খুলে কিছু বলেননি।




গত বছর জুলাইয়ে মহারাষ্ট্রের লাতুর থেকে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি এবং ড্যানিয়েল।