নয়াদিল্লি: কংগ্রেসে গুরুত্ব না পাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিবাদ জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। তিনি ট্যুইট করে প্রধানমন্ত্রীকে বলেছেন, তিনি যেন কোনওরকম অসার বক্তব্য পেশ না করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে কংগ্রেস নিজেদের লোক মনে করে না। তাঁকে দেখে স্বাধীন সৈন্য বলে মনে হয়।’ এই মন্তব্যের প্রতিবাদ করে অমরিন্দর ট্যুইটারে লিখেছেন, ‘আপনাকে এ কথা কে বলেছে? আমি তো নিশ্চিতভাবেই বলিনি। কংগ্রেস হাইকমান্ড কি আপনার কাছে আমার নামে অভিযোগ করেছে?’

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘আপনি পরিষ্কারভাবে জেনে নিন, এই ধরনের অসার মন্তব্য করে আমার সঙ্গে দলের দূরত্ব তৈরি করতে পারবেন না। আমার যেমন দলের উপর পূর্ণ আস্থা আছে, দলও তেমনই আমার উপর ভরসা করে।’





পঞ্জাবের কংগ্রেস সভাপতি সুনীল জাখরও প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, ‘অমরিন্দরকে স্বাধীন সৈন্য বলে প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছেন, কংগ্রেসে গণতন্ত্র ও স্বাধীনতা আছে। উল্টোদিকে মোদীর নেতৃত্বে বিজেপি-তে একনায়কতন্ত্র চলছে। লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, যশবন্ত সিংহ, শত্রুঘ্ন সিংহর মতো প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তিদের হয় কন্ঠরোধ করা হয়েছে, না হয় মার্গ দর্শক মণ্ডলে নির্বাসিত করা হয়েছে।’