কলকাতা: সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput) মৃত্যুরহস্যে ইতিমধ্যেই প্রেমিকা রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)-কে ক্লিনচিট দিয়েছে সিবিআই। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, প্রেমিকা রিয়া নাকি সুশান্তের কোটি কোটি টাকার সম্পত্তি নয়ছয় করেছেন। তবে সিবিআইয়ের তরফ থেকে সেই দাবি নাকচ করে জানিয়ে দেওয়া হয়েছে, রিয়া সুশান্তের সম্পত্তি নয়ছয় করেননি, শুধু তাই নয়, সুশান্তের মৃত্যুর সময়ে বাড়িতেই ছিলেন না রিয়া। শুধু তাই নয়, সুশান্তের মৃত্যুর বেশ কয়েকদিন আগেই তাঁর ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছিলেন রিয়া। সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাঁর অ্যাপেলের ল্য়াপটপ ও ঘড়ি। এই ২টি জিনিসই তাঁকে সুশান্ত উপহার দিয়েছিলেন। তবে বাদবাকি আর কিছুই নিয়ে জাননি রিয়া। তবে এদিন সিবিআই জানায়, রিয়া সুশান্তের সম্পত্তি নিয়ে নয়ছয় না করলেও, রিয়ার জন্য নিজে হাতেই অগাধ খরচ করতেন সুশান্ত!
সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, রিয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরত করেছিলেন সুশান্ত। ২০১৯ সালে রিয়া ইউরোপ বেড়াতে যান। সেখানে যাওয়ার যাবতীয় খরচ বহন করেন সুশান্ত। ইউরোপ যাওয়ার টিকিট ও সুশান্ত সেই সময়ে নিজের তৎকালীন আপ্ত সহায়ককেই কাটতে বলেন। রিয়াকে বিভিন্ন জিনিস উপহার ও দিয়েছিলেন সুশান্ত। তবে এই খরচই প্রয়াত অভিনেতা স্বেচ্ছায় করেছিলেন। এইগুলি করার জন্য কেউ তাঁকে জোর করেননি। সেই সময়ে রিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সেই কারণেই রিয়ার পিছনে অনেক অর্থ খরচ করতেন সুশান্ত। সিবিআই জানাচ্ছে, রিয়ার জন্য মোট ১৬.৮০ লক্ষ টাকা খরচ করেছিলেন সুশান্ত। তবে এ সবই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এর জন্য রিয়া একেবারেই তাঁকে জোর করেননি। এ সবই ছিল সুশান্তের ব্যক্তিগত সিদ্ধান্ত।
এই মামলায় দেওয়া ক্লোজার রিপোর্টে CBI উল্লেখ করেছে, সুশান্ত সিংহ রাজপুতকে মোটেই আত্মহত্যা করার জন্য বাধ্য করা হয়নি বা এই ঘটনায় বাইরের কারোর হাত নেই। এই ঘটনায় কোনও ভূমিকা ছিল না সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)-রও। সুশান্ত আত্মহত্যা করার সময় একাই ছিলেন। এই বিষয়ে কারোও কিছু করার ছিল না। সিবিআইয়ের তরফ থেকে এও জানানো হয়, সুশান্ত সিংহ রাজপুত রিয়াকে তাঁর পরিবার বলে মনে করতেন। কার্যত, CBI ক্লিনচিট দিয়েছে রিয়া চক্রবর্তীকে। তবে সিবিআইয়ের এই ক্লোজার রিপোর্ট মানতে রাজি নন, সুশান্ত সিংহ রাজপুতের পরিবার। তাঁদের তরফে বলা হয়েছে, CBI-এর দেওয়া এই ক্লোজার রিপোর্টকে আদালতে চ্যালেঞ্জ করবে সুশান্ত সিংহ রাজপুতের পরিবার।