মুম্বই: সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণকুমার সিং বিহার পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করতেই সুপ্রিম কোর্টে চলে গেলেন রিয়া চক্রবর্তী। সুশান্তের বাবা ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রিয়া ও তাঁর পরিবারের কয়েকজন সহ ৬ জনের বিরুদ্ধে আইনি ব্য়বস্থা নিয়েছেন।
আত্মঘাতী অভিনেতা-পুত্রের মর্মান্তিক পরিণতির কারণ তদন্ত করে খুঁজে দেখার জন্য ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় কৃষ্ণকুমার সিং গত ২৫ জুলাই যে অভিযোগ দায়ের করেন, তার ভিত্তিতেই দায়ের হয় এফআইআর। বিহার পুলিশের ইনস্পেক্টর জেনারেল, পটনা জোন, সঞ্জয় সিংহ জানিয়েছেন, আত্মহত্যায় প্ররোচনা, জালিয়াতি সহ আইপিসির একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগগুলি তদন্ত করে খতিয়ে দেখতে ইতিমধ্যে মুম্বই রওনা হয়েছে ৪ সদস্যের একটি টিম।
এদিকে রিয়া সুপ্রিম কোর্টে আবেদন করেছেন, এই মামলার পুরো তদন্ত মুম্বইয়ে বদলি করিয়ে নিয়ে আসা হোক। এই খবর নিশ্চিত করেছেন রিয়ার আইনজীবী সতীশ মানেসিন্দে।
তবে সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিংহের দাবি, প্রয়াত অভিনেতার পরিবার মুম্বই পুলিশ যেভাবে তদন্ত করছে, তাতে খুশি নয় বলে পটনায় এফআইআর দায়ের করেছে। রিয়া নিজের কেরিয়ার পাকা করতে সুশান্তের যোগাযোগের সূত্রগুলিকে কাজে লাগানোর মতলব নিয়েই ২০১৯ এর মে মাসে তাঁর সঙ্গে বন্ধুত্ব পাতান বলে অভিযোগ করেছেন কৃষ্ণকুমার। ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঞ্চিত ১৫ কোটি টাকা কোথায় ট্রান্সফার করা হয়েছে, তাও তদন্ত করে দেখার দাবি তুলেছেন তিনি।
রিয়া সুশান্ত ও তাঁর পরিবারের মধ্যে দূরত্ব তৈরি করেছিলেন বলেও অভিযোগ করেছেন কৃষ্ণকুমার।