হ্যানয়: এতদিন নোভেল করোনাভাইরাস সাফল্যের সঙ্গেই মোকাবিলা করে এসেছে ভিয়েতনাম। ভাইরাস-ফ্রি মাসও তারা কাটিয়েছে। কিন্তু পুরোপুরি নিশ্চিন্ত হওয়া গেল না। কারণ, নতুন করে সংক্রমণের খবর মিলছে ভিয়েতনামে। দেশের কেন্দ্রস্থলে দানাং শহরে সংক্রমণের খবর মিলেছে। আর তাতেই নতুন করে সতর্কতার বার্তা দিয়েছে দেশের রাজধানী হ্যানয় প্রশাসন। কোভিড-১৯ মোকাবিলায় চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী ও ওষুধ নিয়ে নতুন করে প্রস্তুত হওয়ার ডাক দেওয়া হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে কোয়ারেন্টাইন কর্মসূচি এবং কনট্যাক্ট-ট্রেসিং সিস্টেম চালু করে গত কয়েক মাসে সাফল্য মিলেছে। চিনের সঙ্গে দীর্ঘ ও বিস্তৃত সীমান্ত থাকা সত্ত্বেও দেশে সংক্রমণের সংখ্যা ৪৪৬-এর ভিতরেই বেঁধে রাখতে সক্ষম হয় ভিয়েতনাম। দেশের জনসংখ্যা ৯৫ মিলিয়ন।
কিন্তু দানাং শহরে নতুন করে সংক্রমণের খবর আসার পর এই সাফল্য়ের রেকর্ড ধরে রাখা যাবে কিনা, সে নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। তাছাড়া করোনা-ফ্রি জোন হওয়ার কারণেই দানাং ও অন্যত্র অনেক ট্যুরিস্টও আসা শুরু করে দিয়েছিলেন, তাঁদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছিল। কিন্তু দানাংয়ে কম করে ৩০ জনের আক্রান্ত হওয়ার খবরে পরিস্থিতি বদলাতে চলেছে। দেশের সরকার আগামী ১৫ দিনের জন্য দানাংয়ে বিমান ওঠা-নামা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। প্রায় ১৮ হাজার পর্যটন দানাংয়ের রয়েছেন, তাঁদের হো চি মিন সিটিতে সরিয়ে আনা হচ্ছে। দানাং থেকে ফিরে সম্প্রতি হ্যানয়ের এক পিত্জা কোম্পানির মালিক আক্রান্ত হয়েছেন। পি্তজার রেস্তোরাঁটি আপাতত ঝাঁপ ফেলে রাখা হয়েছে। ঝাঁপ বন্ধ হবে দানাংয়ের পথ-ঘাটেরও। নতুন করে করোনা লড়াইয়ের প্রস্তুতি ভিয়েতনামে।
হ্যানয়ে নতুন একটি করোনা সংক্রমণের খবরেই মোকাবিলায় ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি ভিয়েতনামে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jul 2020 07:28 PM (IST)
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে কোয়ারেন্টাইন কর্মসূচি এবং কনট্যাক্ট-ট্রেসিং সিস্টেম চালু করে গত কয়েক মাসে সাফল্য মিলেছে। চিনের সঙ্গে দীর্ঘ ও বিস্তৃত সীমান্ত থাকা সত্ত্বেও দেশে সংক্রমণের সংখ্যা ৪৪৬-এর ভিতরেই বেঁধে রাখতে সক্ষম হয় ভিয়েতনাম। দেশের জনসংখ্যা ৯৫ মিলিয়ন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -