কলকাতা: কী হয়েছিল তাঁর ভাইয়ের? ঝকঝকে চোখ, শাণিত বুদ্ধি, পরিণত অভিনয়--প্রতিভার এত ছটা থাকা সত্ত্বেও কেন অকালে চলে যেতে হয়েছিল তাঁকে? সুশান্ত সিং রাজপুতের (SSR Death Anniversary) রহস্যমৃত্যুর চার বছর পূর্তিতে আরও একবার প্রশ্ন দিদি শ্বেতা সিং কীর্তির। ইনস্টাগ্রামে লম্বা নোট পোস্ট করলেন শ্বেতা। লিখলেন, 'এবার ধৈর্য হারাচ্ছি, মনে হচ্ছে হাল ছেড়ে দেব।'


ফিরে আসে...
২০২০ সালের ১৪ জুন। করোনা-অতিমারির সঙ্গে তখন এক অসম লড়াই লড়ছেন গোটা বিশ্বের মানুষ। অনেকের প্রাণ চলে গিয়েছে, অনেকে ধুঁকছেন। প্রায় প্রতি সেকেন্ডে মৃতের সংখ্যা বাড়ছে। এদেশে লকডাউন। এমন সময়ই, ব্রেকিং নিউজ টিভির পর্দায়। সুশান্ত সিং রাজপুত আর নেই। দর্শক-ভক্তেরা অনেকক্ষণ বিশ্বাস করেননি। ভেবেছিলেন, সোশ্য়াল মিডিয়ার অগুনতি ভুয়ো খবরের মতো এও এক ভুয়ো খবর। কিন্তু ভুল ভাঙে দ্রুত। ফ্ল্যাট থেকে নামানো হয় সুশান্তের নিথর দেহ। সেই ফুটেজ মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা দেশে। দেহে কোথায় কোথায় কী রকম আঘাত, ঘাড় কতটা বেঁকে ছিল, গলায় দড়ি কতটা চেপে বসেছিল--এই নিয়ে তুফান ওঠে আলোচনায়। তরতাজা বলি-তারকা কি আত্মঘাতী হলেন? তদন্ত শুরু হয়। কার্যত প্রত্যেক দিন সেই তদন্তের বাঁকে অপেক্ষা করেছিল নতুন মোড়। একাংশের দাবি, অবসাদে ভুগছিলেন সুশান্ত। আবার অন্য একটি ব্যাখ্যা উঠে আসে, চক্রান্ত করে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল তাঁকে। নাম জড়ায় সুশান্তের বান্ধবী বলে পরিচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাইয়ের। বলিউড ও মাদক-যোগ নিয়ে তদন্তে নামে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। কিন্তু এত ঘটনার মধ্য়ে এখনও স্পষ্ট নয়, কী ভাবে চলে গিয়েছিলেন সুশান্ত? এদিন, শ্বেতার লেখায় সত্যসন্ধানের সেই আর্তিই ফুটে উঠেছে আরও একবার।






শ্বেতা লেখেন...
ভাইয়ের চলে যাওয়া যে কী ভাবে তাঁদের ধাক্কা দিয়েছে, সেটা চার বছর পেরিয়েও স্পষ্ট। শ্বেতা লিখেছেন, 'তোমার মৃত্যু আজও একটি রহস্য। বড় অসহায় লাগে। সত্যটা সামনে আনার জন্য কর্তৃপক্ষের কাছে অগুনতি বার অনুরোধ করেছি। এবার ধৈর্য হারাচ্ছি, মনে হচ্ছে হাল ছেড়ে দেব।' কিন্তু তার আগে, আজ, শেষ বারের মতো, শ্বেতা, এই মামলার সঙ্গে সম্পর্কিত সকলের কাছে আর্জি জানিয়েছেন, সুশান্তের সঙ্গে কী হয়েছিল সেটা জানার কি অধিকার নেই? এটা কেন রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে সে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ...তাঁর করুণ আর্জি , 'আমাদের এবার এটা নিয়ে কোথাও থামার সুযোগটুকু দিন, শান্তি পেতে দিন।' 
কবে মিলবে সুশান্তের রহস্যমৃত্যুর সদুত্তর? এখনও অজানা। ১৪ জুন ঘুরে ঘুরেই ফিরে আসে।


আরও পড়ুন:চোখে জল, মুখে হাসি.. বলিউডে পা রাখার ১০ বছরের স্মৃতি ফিরে দেখে আবেগে ভাসলেন কিয়ারা