'আত্মহত্যা নয়, খুন হয়েছেন সুশান্ত!' দাবি পাপ্পু যাদবেরও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jun 2020 07:21 PM (IST)
'আত্মহত্যা করতে পারেন না সুশান্ত সিংহ রাজপুত! তাঁকে খুন করা হয়েছে।' বিস্ফোরক অভিযোগ তুললেন বিহারের জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদব।
নয়াদিল্লি: 'আত্মহত্যা করতে পারেন না সুশান্ত সিংহ রাজপুত! তাঁকে খুন করা হয়েছে।' বিস্ফোরক অভিযোগ তুললেন বিহারের জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদব। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুশোক টাটকা ক্ষত হয়েছে সমস্ত মানুষের মনে। অবসাদই কি আত্মহত্যার কারণ সুশান্তের? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? ঘটনার তদন্ত করতে সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে গিয়ে পৌঁছেছে ফরেন্সিক দল। এর মধ্যেই সুশান্তের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন পাপ্পু যাদব। আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পাপ্পু বলেন, 'সুশান্ত আত্মহত্যা করতে পারেন না।' এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেন তিনি। এর আগে সুশান্তের এক আত্মীয়ও একই দাবি করেছিলেন। তাঁর আত্মীয় আরসি সিংয়ের মতে, ‘সুশান্ত খুবই সাহসী ছেলে। ও কখনই আত্মহত্যা করতে পারে না। ওকে খুন করা হয়েছে।’ আজ পরিবারের উপস্থিতিতে মুম্বইতে সুশান্তের শেষকৃত্য সম্পন্ন হয়।