শ্যুটিংয়ের সময় তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুশান্ত। ঠিক চম্বলের ডাকুর মতই লাগছে তাঁকে।
[embed]https://twitter.com/itsSSR/status/958193684758999040?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fbollywood%2Fsonchiriya-sushant-singh-rajput-shares-first-look-from-sonchiriya-781042[/embed]
সোনচিড়িয়ার নায়িকা ভূমি পেডনেকর। এছাড়া রয়েছেন মনোজ বাজপেয়ী, রণবীর শোরে, আশুতোষ রাণা প্রমুখ। ছবির পরিচালক অভিষেক চৌবে।