ওয়েলিংটন: ডিজনি-হটস্টারে প্রিমিয়ার হয়ে গিয়েছিল সুশান্ত সিংহ রাজপুত অভিনীত 'দিল বেচারা'-র। তাও নিউজিল্যান্ড ও ফিজিতে মুক্তি পেতেই ব্লক বাস্টার হিট। এমনকি ক্রিস্টোফার নোলানের টেনেট-কেও পিছনে ফেলে দিয়েছে। উচ্ছ্বাসে ভরপুর প্রেক্ষাগৃহ!
মুক্তির পরেই নিউজিল্যান্ডে ২.৩৭ কোটি এবং ফিজিতে ১.১৮ কোটি টাকার বাণিজ্য করে ফেলেছে 'দিল বেচারা'। এমনকি বক্স অফিসে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে ক্রিস্টোফার নোলানের ’টেনেট‘।
'দিল বেচারা'-র এই অভূতপূর্ব সাফল্যে টুইট করেছেন ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, "এক্সক্লুসিভ, ডিজনি-হটস্টারে প্রিমিয়ার হওয়ার পরে দিল বেচারা নিউজিল্যান্ড ও ফিজির প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। টেনেট-এর মতো ছবির সঙ্গে কঠিন প্রতিযোগিতা সত্ত্বেও দারুণ ভাল করেছে 'দিল বেচারা'।‘"
নিউজিল্যান্ডের মুদ্রায় ইতিমধ্যেই ৪৮,৪৩৬ ডলার ও ফিজির মুদ্রায় ৩৩,৮৬৪ ডলার বাণিজ্য করে ফেলেছে প্রয়াত অভিনেতার শেষ ছবি। ভারতে তা ছিল ব্লকবাস্টার হিট।
২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে প্রিমিয়ার হয়েছিল ছবিটির। তার ২৪ ঘণ্টার মধ্যে ৯৫ লক্ষ ভিউ হয়েছিল। সেটিও নিঃসন্দেহে রেকর্ড। শুধু তাই নয়, এই ছবির ট্রেলরও দর্শক মনে সাড়া ফেলেছিল। ২৪ ঘণ্টার ফলে ট্রেলরের ভিউয়ার ছিল ৪.৮ মিলিয়ন বা ৪৮ লক্ষেরও বেশি।
সুশান্তের বিপরীতে এই ছবিতে রয়েছেন নবাগতা সঞ্জনা সাংঙ্ঘি। যিনি ছবিতে কিজি বাসুর চরিত্রে অভিনয় করেছেন। হলিউডের ব্লকবাস্টার ছবি "ফল্ট ইন আওয়ার স্টারস"-এর আদলে তৈরি দিল বেচারা।