মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর চারমাস পেরিয়ে গিয়েছে। কিন্তু, এখনও তাঁর পরিবার বিচারের লড়াই চালিয়ে যাচ্ছে। বিচারের দাবিতে প্রথম থেকেই সোচ্চার হয়েছেন প্রয়াত অভিনেতার দিদি শ্বেতা সিংহ কীর্তি।


এই প্রক্রিয়ায় তিনি সোশ্যাল মিডিয়াতে প্রায়ই পুরনো ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেই ছবি ও ভিডিওর মাধ্যমে আবেগপ্রবণ বার্তা দেওয়ার চেষ্টা করেছে সুশান্তের পরিবার।


তেমনই একটি ভিডিও সম্প্রতি শ্বেতা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। পুরনো ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সুশান্ত একটি ভজন গাইছেন এবং প্রার্থনা করছেন।





শ্বেতা লেখেন, এই ভিডিও দেখে তাঁর ছোটবেলার স্মৃতি মনে পড়ছে। সেই সময় বিদ্যুৎ চলে গেলে পরিবারের সকলে মিলে একসঙ্গে জড়ো হয়ে ভজন গাইত। সেই কথা স্মরণ করতে গিয়ে শ্বেতা জানান, কীভাবে ভজন গাইতে গাইতে তাঁদের চোখে জল চলে আসত। শ্বেতা জানান, এই ভিডিও দেখে তাঁর সেই স্মৃতিগুলি ফের তাজা হয়ে গেল।


গত পরশু, নিজের সবকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করেন শ্বেতা। যদিও, একদিন পরই তিনি ফিরে আসেন। শ্বেতার দাবি, একাধিক জায়গা থেকে তাঁর অ্যাকাউন্ট অ্যাকসেস করার চেষ্টা চালানো হচ্ছিল। যে কারণে, তিনি অ্যাকাউন্টগুলি সাময়িক ডি-অ্যাকটিভেট করেন।


এদিকে, সূত্রের খবর, সুশান্ত মৃত্যু মামলার তদন্ত প্রায় শেষ করে ফেলেছে সিবিআই। এই নিয়ে শীঘ্রই ক্লোজার রিপোর্ট জমা করতে চলেছে তদন্তকারী সংস্থা।