কলকাতা: 'সারেগামাপা' কেবল সঙ্গীতাষ্ঠানের মঞ্চ নয়, বিভিন্ন প্রতিযোগীদের বিভিন্ন গল্পের কথা, লড়াইয়ের কথা বারে বারেই উঠে এসেছে এখানে। ব্যতিক্রম নয় এবারের 'সারেগামাপা'-ও। বর্তমানে এই মঞ্চে নিজের সঙ্গীত পরিবেশনায় বিচারকদের মুগ্ধ করেছেন সুস্মিতা সরকার। কিন্তু এই সুস্মিতার সঙ্গে যোগ রয়েছে, শো-এর সঞ্চালক আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-র!


কীভাবে? এদিন মঞ্চে সুস্মিতার গান গাওয়ার পরে আবির জানান, সুস্মিতার মায়ের কাছে তিনি নিশ্চিন্তে রেখে যেতেন তাঁর মেয়েকে। আসলে আবির অভিনেতা। বিভিন্ন ব্যস্ততায় তাঁকে বিভিন্ন কাজে বাইরে থাকতে হয়। যদিও আবির যৌথ পরিবারে থাকেন। কিন্তু স্ত্রী ছাড়া তাঁর পরিবারের সবাই অভিনয়ের সঙ্গে যুক্ত। স্ত্রী নন্দিনীরও বিভিন্ন কাজ থাকে সারাদিনই। একরত্তি মেয়েকে দেখার জন্য আবিরদের ভরসা ছিল সুস্মিতার মাই। 


কে এই সুস্মিতা? কলকাতার কালিকাপুরের বাসিন্দা সুস্মিতা বড় হয়েছে আর্থিক অভাব অনটনের মধ্যে। কিন্তু সঙ্গী করেছিলেন সুরকে। সুস্মিতার বাবা ঝালমুড়ি বিক্রি করেন। রোজই ঠেলাগাড়িতে পসার সাজিয়ে সুস্মিতার বাবা বেড়িয়ে পড়েন বিক্রিবাটা করতে। সুস্মিতার সঙ্গেই থাকেন। বাবার সঙ্গেই হাতে হাতে কাজ শেখা সুস্মিতার। তবে সঙ্গে সঙ্গে চালিয়ে যেতে থেকেছেন পড়াশোনা আর গানের চর্চা। গান শেখেন সুস্মিতা তবে আর্থিক কারণেই গানের দুনিয়ায় উচ্চশিক্ষা করতে পারেননি। সুস্মিতার এই কথা শুনে, এর আগে তাঁর পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty), রাঘব চট্টোপাধ্যায় (Raghav Chatterjee)-রা। 


আর সদ্য আবির চট্টোপাধ্যায় নিজেই জানান, সুস্মিতার লড়াইয়ে কোথাও না কোথাও রয়েছেন তিনিও। সুস্মিতা আবিরেরই পাড়ার মেয়ে। আবির সরাসরি না বললেই, ইঙ্গিত দিলেন, একসময়ে আবিরের শ্বশুরবাড়িতে বাড়িতে কাজ করতে সুস্মিতার মা। সম্ভবত সে কথা ভরা মঞ্চে বলতে গিয়ে কুন্ঠাবোধই করলেন অভিনেতা। আবির জানালেন, শ্বশুবাড়িতে, সুস্মিতার মায়ের কাছে একরত্তি কন্যাকে রেখেই সবাই বেরোতেন কাজে। তবে সবাই জানতেন, সুস্মিতার মায়ের কাছে যত্নেই থাকবে আবির কন্যা। আবির এও জানান, সুস্মিতার লড়াইটা খুব কাছ থেকে দেখেছেন তিনি। অভিনেতা যে সুস্মিতাকে নিয়ে, এমনকি তাঁর বাবা-মাকে নিয়েও কতটা গর্বিত, সেই কথা যে স্পষ্ট আবিরের প্রতিটি বাক্যে।


 






আরও পড়ুন: Sonakshi Sinha: দীপিকা-ক্যাটরিনা নয়, করিনা-ইয়ামির পথেই হাঁটলেন সোনাক্ষী


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।