মুম্বই:  প্রাক্তন মিস ইউনিভার্স এবং বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন সম্প্রতি ফের নজর কেড়েছেন সংবাদ মাধ্যমের। তবে এবার চর্চায় রয়েছে তাঁর ব্যক্তিগত জীবন। সম্প্রতি ৪২ বছরের সুস্মিতার ২৭ বছরের তরুণ রহমান শলের সঙ্গে বহু ঘনিষ্ঠ ছবি দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এমনকি একটি ছবিতে দুই মেয়ের সঙ্গে আড্ডা দিতে দিতে ওই তরুণের কোলেও ঢলে পড়তে দেখা যায় প্রাক্তন বিশ্বসুন্দরীকে।



সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকে তুঙ্গে ওঠে সুস্মিতার বিয়ের জল্পনা। তবে সেই সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে সুস্মিতা জানালেন তিনি এখন রোম্যান্স করলেও, বিয়ে করার কোনও পরিকল্পনা নেই। তিনি তাঁর ভক্তদের এই পুরো আপডেটটাই দিয়েছেন অ্যাকরোব্যাটিক্সের প্রশিক্ষণ নিতে নিতে।