ছবিতে খুবই রোমান্টিক ভঙ্গিতে দেখা যাচ্ছে সুস্মিতা ও রোহমানকে। সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। অনুরাগীরা সুস্মিতাকে অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে ছবিটি যে তাঁদের ভালো লেগেছে, সে কথাও জানিয়ে দিয়েছেন অনুরাগীরা।
ছবি থেকে স্পষ্ট যে রোহমান ও সুস্মিতা একে অপরের সঙ্গে খুবই মশগুল। ছবি শেয়ার করে রোহমান সুস্মিতার প্রতি তাঁর ভালোবাসার কথাও জানিয়েছেন। তিনি লিখেছেন, দেখুন তো, কার জন্মদিন!! হ্যাপি বার্থ ডে মেরি জান। জানি যে, আমি কম কথা বলি, তাই আমাকে শব্দ বেছে নিতে দাও। এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, তাই এই দিনটা দারুণ ভাবে উদযাপন করো। আগামী বছরগুলি খুব সুন্দর হোক ।
উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিতে সুস্মিতা খুবই সুন্দর লেগেছে। ছবিটি তুলেছিলেন তাঁর বয়ফ্রেন্ড। ছবির ক্যাপশনে একথা জানিয়েছিলেন সুস্মিতা।