ওয়াশিংটন: পড়ুয়াদের সঙ্গে ভৃত্যের মতো আচরণ এবং তাঁদের দিয়ে ব্যক্তিগত কাজ করানোর অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে এক বাঙালি অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের করা হল। পড়ুয়াদের পাশাপাশি ওই অধ্যাপকের সহকর্মীরাও একই অভিযোগ করছেন। এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ওই অধ্যাপক। তাঁর পাল্টা দাবি, পড়ুয়াদের নিজের বাড়িতে ডেকে পড়াশোনায় সাহায্য করেছেন, স্ত্রীর রান্না করা খাবার খাইয়েছেন। কাউকে দিয়ে ব্যক্তিগত কাজ করাননি।


অভিযুক্ত অধ্যাপকের নাম অসীম মিত্র। তিনি ২৪ বছর ধরে মিসৌরি-কানসাস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। অভিযোগ, তিনি ও তাঁর স্ত্রী যখন বাড়িতে থাকেন না, তখন পড়ুয়াদের দিয়ে বাড়ির গাছে জল দেওয়া, পোষা কুকুরের দেখভাল করা, উঠোনের ঘাস ছাঁটার মতো কাজ করান। বহু পড়ুয়া এভাবে ওই অধ্যাপকের ভৃত্যের মতো কাজ করতে বাধ্য হয়েছেন।

কামেশ কুচিমানচি নামে এক পড়ুয়ার অভিযোগ, ‘ভারত থেকে আসা পড়ুয়াদের উপরেই অত্যাচার করেন এই অধ্যাপক। আমি একবার তাঁর ভৃত্যের কাজ করতে অস্বীকার করি। তিনি তখন আমাকে হুমকি দেন, বিশ্ববিদ্যালয় থেকে বার করে দেবেন। আমার ভিসা সহ যাবতীয় জিনিস খোয়া যাবে। তিনি এভাবেই সবাইকে নিজের কাজে লাগান। কেউ তাঁর ব্যক্তিগত কাজ করে দিতে না চাইলেই তাকে বিশ্ববিদ্যালয় থেকে বার করে দেওয়ার হুমকি দেন। কেউই খালি হাতে বাড়ি ফিরে যেতে চায় না।’ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পড়ুয়াও অসীমের বিরুদ্ধে ব্যক্তিগত কাজ করানোর অভিযোগ করেছেন।

এই অধ্যাপকের সহকর্মী মৃদুল মুখোপাধ্যায় আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্রদের হেনস্থায় প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেছেন। তাঁর দাবি, ২০১৬ সালে এবং এ বছর জ্যাকসন কাউন্টি সার্কিট কোর্টে অসীমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিশ্ববিদ্যালয়েও অভিযোগ দায়ের করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব জেনেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। কারণ, অধ্যাপক হিসেবে অসীম সফল এবং প্রভাবশালী।