মুম্বই: গত বছরের শেষের দিকে প্রেমিক রোহমান শলের (Rohman Shawl) সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা করেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। খোলাখুলি জানিয়ে দেল, তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু যেমন বন্ধুত্ব দিয়ে সম্পর্ক শুরু হয়েছিল, তেমন বন্ধুত্বটা অবশিষ্ট রয়েছে। মাঝে রোহমান শলের সঙ্গে সম্পর্ক ছেদ নিয়ে নানা সাক্ষাৎকারে নানা কথা জানিয়েছেন বিশ্বসুন্দরী। আচমকা আজ তিনি এবং তাঁর প্রাক্তন প্রেমিক রোহমান শল পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেন। দুই লভবার্ডকে দেখে নেটিজেনরা ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন, 'দূরত্ব কি তবে ঘুচল?'
এদিন প্রাক্তন প্রেমিক রোহমান শলের সঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন সুস্মিতা সেন। তাঁদের একটি ক্লিনিক থেকে বেরতে দেখা যায়। সঙ্গে ছিল সুস্মিতার এক কন্যাও। বিশ্বসুন্দরীকে দেখেই তাঁকে ছেঁকে ধরেন অনুরাগীরা। আর ভিড়ের মাঝে অভিনেত্রীকে কার্যত আগলে রাখতে দেখা যায় রোহমানকে। পাপারাজ্জিদের পোস্ট করা এই ভিডিও দেখে উচ্ছ্বসিত নেট নাগরিকরা। কমেন্টে ইতিমধ্যেই তাঁরা লিখেছেন, 'ওরা কি তবে এক হলেন ফের?' আবার কোনও নেট নাগরিক কমেন্ট করেছেন, 'সম্পর্ক কি জুড়ল?' কোনও কোনও নেট নাগরিক আবার কটাক্ষ করতেও ছাড়েননি। কেউ কেউ লেখেন, 'এই তো কয়েকদিন আগে ব্রেকআপের পোস্ট করলেন। এখনই ফের একসঙ্গে! কী সংশয় রে বাবা।' কেউ লেখেন, 'ব্রেকআপও করা আবার একসঙ্গেও থাকা। কী যে হচ্ছে, কিছুই বুঝতে পারছি না।' যদিও এই ভিডিও প্রসঙ্গে কিংবা রোহমান শলের সঙ্গে সম্পর্কের দূরত্ব কেটে গিয়ে তাঁরা ফের এক হয়েছেন কিনা, সে প্রসঙ্গে এখনও মুখ খোলেননি সুস্মিতা সেন।
প্রসঙ্গত, গত বছর শেষের দিকে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে রোহমান শলের সঙ্গে বাঙালি সুন্দরী সুস্মিতা সেন একটি ছবি শেয়ার করেন। তার সঙ্গে ক্যাপশনে লেখেন, 'আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। আমরা বন্ধুই আছি। সম্পর্ক অনকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। ভালোবাসাটা পড়ে রয়েছে।' সুস্মিতা সেনের এই পোস্টে কমেন্টে লেখেন, 'সবসময়'।