মুম্বই: বিমানবন্দরে ২ মেয়ের সঙ্গে দেখা গেল সুস্মিতা সেনকে। রেনি আর আলিশার সঙ্গে কোথাও যাচ্ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী।





২০০০ সালে ২৫ বছরের সুস্মিতা রেনিকে দত্তক নেন। ২০১০-এ তিনি আবার দত্তক নেন ৩ মাসের শিশুকন্যা আলিশাকে।