মুম্বই: এর আগে শাহরুখ খানকে দেখে মুগ্ধ হয়ে যাওয়া সুস্মিতা সেনের দুই মেয়ের কথা মনে আছে নিশ্চয়। এবার রেনি আর আলিশার আচমকা দেখা রণবীর সিংহের সঙ্গে। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুস্মিতা।