কলকাতা: এই গল্প যেন চিরন্তন.. বয়স হয়ে গেলেও শুধু যে অভ্যাসের টানেই থেকে যাওয়া যায় একে অপরের পাশে, সেই গল্পই নিয়ে এসেছে এসভিএফ মিউজিকের নতুন মিউজিক ভিডিও, বকুল ফুলের মালা। গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী উৎস। গানটি লিখেছেন ও সুর দিয়েছেন প্রলয়। ইতিমধ্যেই একাধিক কাজ করেছে প্রলয়, তাঁর কাজ বেশ জনপ্রিয়ও হয়েছে। এর আগে 'শ্রীকান্ত'-তে কাজ করেছেন প্রলয়।


এই গানে দেখানো হয়েছে একটি জুটির গল্পকে। বয়স হয়ে গেলেও তাঁদের মধ্যে বন্ধন অটুট। রোজ সকালে বৃদ্ধকে ঘুম থেকে ডেকে তোলেন বৃদ্ধ। কখনও বৃদ্ধার পায়ে ব্যথা হলে তেল মালিশ করে দেন বৃদ্ধ। কখনও আবার বৃদ্ধা জ্বরে পড়লে তাঁর মাথায় জলপট্টি দিয়ে দেন বৃদ্ধ। এই অটুট বন্ধনের শেষটা কী হবে তা দেখা যাবে ওই মিউজিক ভিডিতেই। এর আগে একাধিক গল্প মিউজিক ভিডিওতে তুলে নিয়ে এসেছে এসভিএফ (SVF)। পঙ্কজ কুমার মুন্সী ও জয়শ্রী বোসের অভিনয়ে নতুন মিউজিক ভিডিও 'বকুল ফুলের মালা' মন ছুঁয়ে ফেরবে সবার, এমনটাই প্রত্যাশা নির্মাতাদের।


এই মিউজিক ভিডিওতে যেমন তুলে ধরা হয়েছে দুই বৃদ্ধ বৃদ্ধার ভালবাসার গল্প, তেমনই তুলে ধরা হয়েছে বাবা-মায়ের একা থাকার গল্প। ছেলে বিদেশে, ফোন ধরে না, যোগাযোগ রাখে না বাবা-মায়ের সঙ্গে, সেই সমস্ত চিরাচরিত গল্পই তুলে ধরা হয়েছে এই মিউজিক ভিডিওতে। এই মিউজিক ভিডিও যেন প্রত্যেকটা ঘরেরই গল্প। এই গানের নাম বকুল ফুলের মালা কারণ ভিডিওর মধ্যে একটি দৃশ্যে রয়েছে বৃদ্ধ স্বামী তাঁর স্ত্রী-কে এসে একটি জুঁই ফুলের মালা উপহার দিচ্ছেন। কোনও দামি উপহার নয়, একটা মালাই যে কতটা প্রিয় হয়ে উঠতে পারে , সেই গল্পই যেন তুলে ধরেছে এই মিউজিক ভিডিও।


 






 


 


আরও পড়ুন:


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Bollywood News: নীতা, দীপিকা, আলিয়ার কাছের লোক, জনপ্রিয় এই নারীর যোগ রয়েছে বাংলার সঙ্গেও, চিনতে পারছেন?