Shakib Khan: জন্মদিনের আগেই চমক, শাকিবের 'তুফান'-এর লুক প্রকাশ্যে

Film Toofan: রাত পোহালেই জন্মদিন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান-এর। আর তাঁর জন্মদিনের আগেই প্রকাশ্যে এল নতুন ছবি 'তুফান' -এ তাঁর লুক।

Continues below advertisement

কলকাতা: এই ছবির ঘোষণা হয়েছিল আগেই। বাংলাদেশের এই ছবিতে দেখা যাবে টলিউডের প্রথম সারির এক নায়িকাকেও। আর আজ, প্রকাশ্যে এল ছবির নায়কের প্রথম লুক। রাত পোহালেই জন্মদিন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান (Shakib Khan)-এর। আর তাঁর জন্মদিনের আগেই প্রকাশ্যে এল নতুন ছবি 'তুফান' (Toofan)-এ তাঁর লুক। লম্বা চুল, গায়ে কালো কোট আর সাদা শার্ট। ঠোঁটে ধরা সিগারেট আর রয়েছে একটি বন্দুক। সোশ্যাল মিডিয়ায় এই লুকটি শেয়ার করে নেওয়া হয়েছে প্রযোজনা সংস্থা এসভিএফের (SVF)-এর তরফে। 

Continues below advertisement

রাইহান রফি পরিচালিত এই ছবির প্রযোজনায় দায়িত্বে রয়েছেন 'আলফা আই' (Alpha-i), চরকি (Chorki) ও এসভিএফ (SVF)। তিন প্রযোজনা সংস্থা হাত মিলিয়ে আনছে এই নতুন ছবি। শাকিব খান ছাড়াও এই ছবিতে রয়েছে আরও চমক। বাংলাদেশের ছবিতে এবার অভিনয় করছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তাঁরই বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খান (Shakib Khan)-কে। এছাড়াও এই ছবিতে থাকবেন বাংলাদেশের অভিনেত্রী নাবিলা (Nabila)। 'আয়নাবাজি' ছবিতে কাজ করে এর আগেই জনপ্রিয়তা অর্জন করেছেন নাবিলা। অন্যদিকে, মিমিও যথেষ্ট জনপ্রিয় টলিউডে। একাধিক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

এই ছবির বিষয়বস্তু এখনও প্রকাশ্যে আসেনি। তবে শোনা যাচ্ছে, এই ছবিতে দেখা যেতে পারে যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)-কে। তবে সবটাই এখন আলোচনার স্তরে। 'তুফান'-এ কাজ করা নিয়ে মিমি বলছেন, 'বহুবার, বহু অনুষ্ঠানে বাংলাদেশ গিয়েছি। কিন্তু কখনও ছবির কাজে যাওয়া হয়নি। বাংলাদেশের ছবিতে, বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার ইচ্ছা আমার অনেকদিনেরই ছিল। তিনটি প্রযোজনা সংস্থা যখন এই ছবিটার জন্য একসঙ্গে কাজ করছে, আশা করি ভাল কিছুই পাবে দর্শক। আমারও একটা ভাল অভিজ্ঞতা হবে।'

জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে এই ছবির।

 

আরও পড়ুন: Annwesha Hazra Exclusive: নায়িকা হয়েও হঠাৎ বাদ ধারাবাহিক থেকে, জনপ্রিয়তা পেয়েও বারবার ব্যর্থতার সঙ্গে লড়েছেন অন্বেষা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Continues below advertisement
Sponsored Links by Taboola