সত্য়জিৎ বৈদ্য়, কলকাতা: মুক্তি পেল স্বামী বিবেকানন্দর (Swami Vivekananda) জীবন-দর্শনের ওপর তৈরি তথ্য়চিত্র (Documentary) 'নরেন' (Naren)। তাঁর বাণী, জীবন-বোধ যাতে তরুণ সমাজকে আরও উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে, সেই লক্ষ্য়েই এই তথ্যচিত্র বানিয়েছেন পরিচালক অভিজিৎ দাশগুপ্ত (Abhijit Dasgupta)। ইউটিউবেও দেখা যাবে ৫ পর্বের এই 'ডকু-ড্রামা'। 


প্রকাশিত তথ্য়চিত্র 'নরেন'


স্বামীজির বাণী, তাঁর জীবন বোধ, দর্শন এবার উঠে এল তথ্য়চিত্রের পর্দায়। অভিজিৎ দাশগুপ্তর পরিচালনায় প্রকাশিত হল ডকু-ড্রামা 'নরেন'। বর্তমান প্রজন্মের কাছে স্বামী বিবেকানন্দকে আরও বেশি করে পৌঁছে দেওয়া, তাঁর বাণী-দর্শন তরুণ সমাজের মনে যাতে আরও বেশি প্রভাব ফেলে, সহজেই সাধারণ মানুষের মনে দাগ কাটে, সেই উদ্দেশ্য়েই মূলত এই ডকু-ড্রামাটি নির্মাণ করেছেন পরিচালক।

পরিচালক অভিজিৎ দাশগুপ্তের কথায়, 'আমি বছর তিনেক srfti-এ ডিন ছিলাম। ডিন হিসেবে অনেক ছাত্রকে প্রশ্ন করেছি স্বামী বিবেকানন্দ কে? সবার উত্তর, 'উনি মঙ্ক ছিলেন। আর তিনি শিকাগোতে গিয়েছিলেন'। এর বেশি কেউ জানে না। এটা যখন আমার মাথায় ঢুকল, বুঝলাম এটা আমাদের ব্যর্থতা, ওদের দোষ না। আমরা ওদের কাছে সঠিকটা পৌঁছে দিতে পারিনি। সেই জন্য আরও আমার এই প্রচেষ্টা।'

তথ্য়চিত্র নির্মাণের আগে, রীতিমতো গবেষণা করেছেন তিনি। সাহায্য় পেয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজদের থেকেও।

রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বলেন, 'স্বামীজির ধারণাগুলি তরুণ প্রজন্মের কাছে প্রচার করার আদর্শ পদ্ধতি এরকমই হওয়া উচিত বলে আমি মনে করি। এটা একেবারে সঠিক পদ্ধতি। আমি এর প্রশংসা করি। আজকের সময়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিবেকানন্দ খুব প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মের কাছে খুব প্রাসঙ্গিক। ভারতের প্রথম সারির অন্যতম অভিনেত্রী কঙ্গনা রানাউত, একসময় আমাকে বলেন, তিনি একবার ডিপ্রেশনে পড়েছিলেন। এবং স্বামী বিবেকানন্দের লেখা পড়ার পর তিনি নতুন জীবনযাপন করা শুরু করেন। তিনি আজ যা, তা বিবেকানন্দের জন্যই।'

বিজ্ঞানের অগ্রগতি, টাইম মেশিন থেকে ইসরোর প্রসঙ্গ, একাধিক বিষয় উঠে এসেছে এই তথ্য়চিত্রে। তথ্যচিত্রটি প্রযোজনা করেছেন হর্ষ নেওটিয়া। প্রযোজক ও শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়ার কথায়, 'আমার মনে হয় ওঁদের কাছে যদি এই কাজ পৌঁছয়, তাহলে ওঁরা উৎসাহিত হবেন। বিবেকানন্দর কাজগুলো তাহলে আরও গভীরভাবে ওঁরা পড়বে। এবং আমার বিশ্বাস ওঁরা স্বামীজির কাজ নিয়ে পড়লে অনুপ্রাণিত না হয়ে থাকতে পারবেন না।'


আরও পড়ুন: Kalkokkho Re-Release: কয়েকদিনেই ছবি সরিয়ে দিয়েছিলেন প্রেক্ষাগৃহ মালিকেরা, জাতীয় পুরস্কার পাওয়া সেই 'কালকক্ষ' ফিরছে পর্দায়

মোট ৫টি পর্বের এই তথ্যচিত্রের মিউজিক রিলিজ হয়েছে অনলাইন প্ল্য়াটফর্মে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রূপম ইসলাম। আন্তর্জাতিক ক্ষেত্রে ২৬টি পুরস্কার পেয়েছে এই তথ্য়চিত্র। এবার থেকে ইউটিউবে দেখা যাবে ডকুমেন্টারি নরেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial