কলকাতা: অফ হোয়াইট আর সোনালি সুতোর কাজের সূক্ষ বুনন, তারই মধ্যে গাঢ় গোলাপি, সবুজ আর গাঢ় নীল সুতোর কল্কা.. স্বরা ভাস্করের (Swara Bhaskar) -এর বিবাহবেশ থেকে চোখ ফেরানো দায়। তাঁর ওয়ালিমার জন্য প্রস্তুত করা হয়েছিল বিশেষ এই লেহঙ্গা। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ছবি শেয়ার করে নিয়েছেন স্বরা।


স্বরার এই লেহঙ্গা এসেছে লাহোর থেকে। সোশ্যাল মিডিয়ায় ওয়ালিমার সাজের ছবি শেয়ার করে স্বরা ধন্যবাদ জানিয়েছেন লেহঙ্গা প্রস্তুতকারকে। শুধু তাঁর নয়, তিনি শেয়ার করে নিয়েছেন ফাহাদের ছবিও।


 






স্বরা ও ফাহাদের দেখা হয়েছিল সিএএ-র প্রতিবাদ মিছিলে। তাই বিয়ের কার্ডেও রয়েছে সেই পোস্টার, 'কাগজ হাম নেহি দিখায়েঙ্গে'। এছাড়াও ছিল 'হাম সব এক হ্যায়' লেখা পোস্টার। সেই দৃশ্যে দেখা মিলেছিল একটি ব্রিজ, মহাত্মা গাঁধীর ছবি, মেরিন ড্রাইভ, 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র পোস্টার, গালিব নামে তাঁদের প্রিয় পোষ্য বেড়াল, আর ভালবাসার বার্তা।                                         


আরও পড়ুন: Salman-Shah Rukh: সলমনের 'টাইগার ৩'-তে শাহরুখের ক্যামিও দৃশ্যের জন্য ৪৫দিন ধরে তৈরি হল বিশাল সেট


প্রসঙ্গত,  স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বা বিশেষ বিবাহ আইন অনুযায়ী রেজিস্ট্রি সেরেছিলেন স্বরা ও ফাহাদ। মায়ের শাড়ি ও গয়না পরে, খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের মানুষদের নিয়ে বিয়ে করেছিলেন অভিনেত্রী। অভিনেত্রীদের মধ্যে স্পষ্টভাষী ও দৃঢ় বলেই পরিচিতি রয়েছে স্বরার। আর তাই জীবনসঙ্গী বাছার ক্ষেত্রে তিনি যে ছকভাঙা পথে হাঁটবেন সে আর নতুন কী। বিয়ের ছবি ট্যুইটারে শেয়ার করে স্বরা লিখেছিলেন, 'ভালবাসাকে সুযোগ দেওয়ার জন্য এমন যে একটি আইন রয়েছে, তাতে আমি ধন্য। নিজের পছন্দ মতো সঙ্গী নির্বাচন, তাঁকে বিয়ে করার অধিকার, এগুলো যেন বিশেষ সুবিধা হিসেবে দেখা না হয়। এগুলো যেন স্বাভাবিক ভাবেই অর্জন করে মানুষ।'  


প্রথমে আইনি বিয়ে ও তারপরে সামাজিক বিয়ে সেরেছেন ফাহাদ ও স্বরা। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের সমস্ত রীতি মেনেই পালন করেছেন তাঁরা।