কলকাতা: সোশ্যাল মিডিয়ায় নিজের মাতৃত্বের খবর ঘোষণা করে নিয়েছিলেন তিনি নিজেই। শেয়ার করে নিয়েছিলেন বেবি বাম্পের ছবি। আর এবার তাঁর সোশ্যাল মিডিয়ায় দেখা মিলল, কেমন করে তিনি উদযাপন করছেন সন্তানের আগমনের অপেক্ষাকে। সদ্য সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু রিল শেয়ার করে নিয়েছেন স্বরা ভাস্কর (Swara Bhaskar)। 


সদ্য ইনস্টাগ্রামে আরামদায়ক মাতৃত্বকালীন পোশাকে বেশ কিছু ঝলক শেয়ার করে নিয়েছেন স্বরা। মাতৃত্বকালীন পোশাকে যেন বৃষ্টি হচ্ছে। স্বরার পোশাক কেবল আরামদায়ক নয়, ফ্যাশানেবলও। মাতৃত্বকালীন সময় যেন তারিয়ে তারিয়ে উপভোগ করছেন স্বরা। তবে অভিনেত্রীর এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে কটাক্ষ-ট্রোলিং। অনেকে যেমন অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই অনেকে আবার কটাক্ষও ছুঁড়ে দিয়েছেন। 


অনুরাগীরা অনেকে যেমন লিখেছেন, 'একটু লজ্জা করুন...' অনেকে আবার তাঁর বেবি বাম্প দেখেও কটাক্ষ করে লিখেছেন, 'সন্ত্রাসবাদী জন্মাতে চলেছে।' অনেকে লিখেছেন, 'ঔরঙ্গজেব আসছে'। তবে সেই সবের তোয়াক্কা নেই স্বরার। এই সময়টা বেশ উপভোগই করছেন অভিনেত্রী। 


২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী স্বরা ভাস্কর ও রাজনীতিক ফাহাদ আহমেদ। জুন মাসে শোনালেন সুখবর।কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বেবিবাম্পের ছবি পোস্ট করে স্বরা লেখেন, 'কখনও কখনও তোমার সব প্রার্থনার উত্তর একসঙ্গে পাওয়া যায়। একেবারে নতুন পৃথিবীতে পদার্পণ করার ক্ষেত্রে আমরা ধন্য, কৃতজ্ঞ, উত্তেজিত, (এবং অজ্ঞাত!)।'


যে পোস্টে স্বরা মাতৃত্বের খবর ভাগ করে নিয়েছিলেন, সেই পোস্টের সঙ্গে যে ছবিগুলি শেয়ার করেছেন স্বরা,  সেখানে দেখা যাচ্ছে সকালের সূর্যে স্নাত তারকা দম্পতি। ফাহাদের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ স্বরা ভাস্কর। মুখে প্রশান্তির হাসি। পোস্টের একটি হ্যাশট্যাগে স্বরা উল্লেখ করেছেন 'অক্টোবর বেবি'। এর থেকে ধরেই নেওয়া যায় তাঁদের কোল আলো করে খুদে প্রাণ আসবে অক্টোবর মাসে। 


গত ১৬ ফেব্রুয়ারি নিজের ট্যুইটার ও ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে বিয়ের সুখবর নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। প্রকাশ্য়ে আনেন সঙ্গীত ও মেহেন্দির ছবি। মেহেন্দির সন্ধ্য়ায় গাঢ় কমলা রঙের পোশাকে সেজেছিলেন স্বরা। সঙ্গে ছিল মানানসই গয়না। আর ওই দিন ফাহাদ সেজেছিলেন ঘিয়ে রঙের পোশাকে। দুজনের প্রেমের রসায়ন ধরা পড়েছে এই অনুষ্ঠানের প্রতিটি ছবিতে। অন্য়দিকে, সঙ্গীতের দিন লাল শাড়িতে ধরা দিয়েছিলেন স্বরা, আর ফাহাদ ছিলেন ফর্মাল পোশাকে। স্বরার পোস্ট করার পরই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয় তাঁদের ছবি।


আরও পড়ুন: Himesh Reshammiya: কাজের সুযোগ দিয়েছিলেন সলমন খান, ২২ বছরের সম্পর্ক ভেঙে ফের বিয়ে করেছিলেন হিমেশ!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial