মুম্বই: যে কোনও ইস্যুতে খোলামেলাভাবে নিজের মতামত জানাতে পিছপা হন না বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। আর এভাবে মত প্রকাশের জন্য সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ট্রোলও হতে হয় তাঁকে। কিন্তু এ সবের পরোয়া না করেই সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নিজস্ব চিন্তাভাবনা জানিয়ে দেন তিনি। এবার বাবরি মসজিদ ধ্বংস মামলায় আদালতের রায়ে সমস্ত অভিযুক্তের বেকসুর খালাস হয়ে যাওয়া নিয়েও কটাক্ষ করেছেন তিনি।
আদালতের রায়ের পর ট্যুইটারে স্বরার টিপ্পনি, বাবরি মসজিদ তো নিজে থেকেই ভেঙে গিয়েছিল!
আর এই ট্যুইটের সঙ্গে তিনটি জোড়হস্ত ইমোজিও জুড়ে দিয়েছেন।


স্বরার এই ট্যুইটে অনুরাগীরা প্রতিক্রিয়া জানাচ্ছেন। যদিও অনেকে আদালতের রায়কে স্বাগতও জানিয়েছেন।
উল্লেখ্য, বাবরি ধ্বংস মামলায় এদিন লখনউয়ের বিশেষ সিবিআই আদালত লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, কল্যান সিংহ, মহন্ত গোপাল দাল, বিনয় কাটিয়ার, উমা ভারতী সহ সমস্ত ৩২ অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছে। বিচারক একে যাদব বলেছেন, বিতর্কিত কাঠামোর ঘটনা পূর্বপরিকল্পিত নয়। আচমকা ঘটে গিয়েছিল।
আদালত সিবিআইয়ের সাক্ষ্যকে পর্যাপ্ত নয় বলে উল্লেখ করে তথ্যপ্রমাণের অভাবে সমস্ত অভিযুক্তকে অব্যাহতি দিয়েছে। গত ২৮ বছর ধরে এই মামলা চলছিল। উল্লেখ্য, ১৯৯২-এর ৬ ডিসেম্বর হিংসাশ্রয়ী করসেবকরা বাবরি মসজিদের বিতর্কিত কাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। ৩২ জনের বিরুদ্ধে ওই কাঠামো ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ উঠেছিল।