কলকাতা: শেষ হচ্ছে ধারাবাহিক 'তোমার খোলা হাওয়া' (Tomar Khola Hawa)। স্বস্তিকা দত্ত (Swastika Dutta), শুভঙ্কর সাহা (Subhankar Saha) অভিনীত এই ধারাবাহিকের শেষ টেলিকাস্ট হবে ২৯ জুলাই। আজ ই ধারাবাহিকের শেষ শ্যুটিংয়ের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন ছোটপর্দার ঝিলমিল। গতবছর ২৩ নভেম্বর শুরু হয়েছিল এই ধারাবাহিক। 


সোশ্যাল মিডিয়ায় আজ শ্যুটিং ফ্লোর থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন স্বস্তিকা, ভেসেছেন আবেগেও। ছোটপর্দার ঝিলমিল লিখছেন, 'যার শেষ ভাল তার সব ভাল। এই সফরটা ভীষণ সুন্দর ছিল, মনে থেকে যাবে অনেকক্ষণ। মাঝে মাঝে এমন কিছু স্মৃতি থাকে যেটা শেষ হবে এমন কল্পনাও করা যায় না। তাই বোধহয় এই স্মৃতি মনে করতে ইচ্ছা করে না এই সফরগুলোকে। ঝিলমিল স্বস্তিকার সঙ্গে থেকে যাবে... দীর্ঘদিন।'


এখানেই থামেননি স্বস্তিকা। তিনি আরও লেখেন, 'একটা খুব ভাল, সফলতাপূর্ণ যাত্রা শেষ হল। ঝিলমিলেক কাছে আমি কৃতজ্ঞ। কিছু ভাল সম্পর্কের কাছে আমি কৃতজ্ঞ। মানুষেরা আমায় শিল্পী হিসেবে যতটা ভালবাসা দিয়েছেন, তা আমি মাথা নত করে গ্রহণ করলাম। একজন ভেন্টিলোকুইস্ট থেকে যাত্রা শুরু করে বাংলার সবচেয়ে ছোট শাশুড়ি হওয়ার সফর... সবটা যেন ঝড়ের গতিতে বয়ে গেল। এখনও যেন বিশ্বাস হয় না সেই সফরটা শেষ হচ্ছে। তবে একজন শিল্পী হিসেবে পুরনো কাজ ছেড়ে ফের একটা নতুন কাজ শুরু করা আমাদের অভ্যাস। ভবিষ্যতে আরও অনেক নতুন কাজ রয়েছে। অনেক কিছু লেখার বাকি রয়েছে।' এরপর তিনি ওই ধারাবাহিকের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান।


এই ধারাবাহিকে স্বস্তিকা ও শুভঙ্কর ছাড়াও দেখা যেত, খেয়ালি দস্তিদার, অর্পিতা মুখোপাধ্যায়, তথাগত, দিয়া চক্রবর্তী, সৌরভ দাসকে। প্রসঙ্গত, ইতিমধ্যেই 'ফাটাফাটি' ছবির গুরত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা। প্রশংসিতও হয়েছেন। সদ্য এই ছবি ৭৫ দিনের সাফল্য পার করেছে। ফাটাফাটি ছবির মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও ঋতাভরী চক্রবর্তীকে (Ritabhari Chakraborty)। 


 






আরও পড়ুন: Rocky Aur Rani Kii Prem Kahaani: 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-তে মুগ্ধ গৌরি-অভিষেক, কর্ণ জোহরের উদ্দেশ্য়ে দিলেন বিশেষ বার্তা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial