কলকাতা: তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়েই চর্চায় থেকেছেন তিনি। তবে তাঁর অর্থ এটা নয় যে, ব্যক্তিগত সব কিছু গোপনেই রাখতে চেয়েছেন এই নায়িকা। তিনি চলেছেন নিজের শর্তে, নিজের ছন্দে। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee)-র একটি 'টক শো' 'অপুর সংসার'-এ এসে নিজের ব্যক্তিগত জীবন দিয়ে মুখ খুলেছিলেন স্বস্তিকা। 


এই শো-তে শাশ্বত স্বস্তিকাকে প্রশ্ন করেছিলেন, তিনি ফের বিবাহ করতে চান কি না? উত্তরে স্বস্তিকা স্পষ্ট জানিয়ে দেন। 'না'। কারণ জানতে চাইলে স্বস্তিকা বলেন, 'আমায় আগের সম্পর্কটা থেকে আগে বেরতে হবে। তবে তার পরেও বৈবাহিক সম্পর্কে আর যেতে চাই না। যদি ফের সেই মানুষটার সঙ্গে থাকতে ইচ্ছা না হয়.. তাহলে আবার সেই আইনি লড়াই। আমি ওই সবের মধ্যে দিয়ে আর যেতে চাই না।'


শাশ্বত জানতে চান... স্বস্তিকার সবচেয়ে কঠিন সময় কী গিয়েছে? উত্তরে স্বস্তিকা বলেন, 'সবচেয়ে কঠিন ছিল আমার মেয়েকে স্কুলে ভর্তি করা। আমি যে সময়ে মেয়েকে নিয়ে লড়াইটা করেছি, সেই সময়ে একা বাবা অথবা মা হওয়াটা ততটা সহজ ছিল না। এখন বিষয়টা অনেকেই মেনে নিতে শিখেছেন। তবে সেই সময়ে মেয়েকে স্কুলে ভর্তি করতে গিয়ে সমস্যায় পড়েছিলাম ভীষণ। সমস্ত জায়গায় লেখা থাকত..  ভর্তির সময়ে বাবা ও মা দুজনকেই উপস্থিত থাকতে হবে। আমায় কলকাতার নামি দামি স্কুলই ফিরিয়ে দিয়েছে। শেষে, বাবাকে নিয়ে যেতে শুরু করলাম। তাতেও শুনতে হয়েছিল.. এই বছর তো আর হল না। পরের বছর চেষ্টা করবেন। পরের বছর করে করে আর কত বছর অপেক্ষা করতে হবে?'


প্রমিত সেনের সঙ্গে বিয়ে হয়েছিল স্বস্তিকা। তবে সেই বিয়ে টেঁকেনি। স্বস্তিকা কন্যা এখন তাঁর কাছেই থাকে। মায়ের কাছে থেকেই বড় হয়ে উঠেছেন অন্বেষা। এখন তিনি সাবালিকা। মায়ের মতো তিনিও জীবনকে বাঁচতে শিখেছেন নিজের শর্তে।


 






আরও পড়ুন: Tridha Choudhury: দীর্ঘদিন পরে বাংলা ওয়েব সিরিজে ত্রিধা, কাজ করছেন কার সঙ্গে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y