কলকাতা: একদিকে অনুপম রায়ের (Anupam Roy) বিয়ের চর্চা, আরেক দিকে, হঠাৎ একসঙ্গে ছবি পোস্ট করলেন পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)-র প্রাক্তন ও বর্তমান! একসঙ্গে ছবি পোস্ট করলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)।
পিয়া একজন সমাজকর্মী। বাঙালি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী হওয়ার বাইরেও, পিয়া কাজ করেন মানসিক স্বাস্থ্য নিয়েও। সেই কাজের সূত্রেই সম্ভবত স্বস্তিকার সঙ্গে দেখা হয়েছিল পিয়ার। আর তারপরেই এই ফটোশ্যুট। পরমব্রতের সূত্রে নয়, পিয়ার সঙ্গে আগে থেকেই বন্ধুত্ব ছিল স্বস্তিকার।
শোনা যায়, একসময় পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল স্বস্তিকার। তবে সেই সম্পর্ক গড়ায়নি বিয়ে পর্যন্ত। পরমব্রতর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তাঁর বিদেশি বান্ধবীর ইকার। করোনার সময় সেই সম্পর্কে ভাঙন ধরে। এরপরেই পিয়ার সঙ্গে পরমব্রতর সম্পর্কের শুরু। অবশ্য প্রেমের সম্পর্ক ভাঙলেও, স্বস্তিকা বারে বারেই স্পষ্ট করেছেন পরমব্রতের সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এমনকি সম্প্রতি এক ফিল্মি পার্টিতে পরমব্রত আর স্বস্তিকাকে দেখা যায় একসঙ্গে কথা বলতে, পা মেলাতে নাচের তালে।
আজ পিয়া স্বস্তিকার এই ছবি যেন এক নতুন বন্ধুত্বের সূচনা টলিউডে। একগুচ্ছ ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, 'আয় বেঁধে বেঁধে থাকি।' লাল শাড়ি পরেছেন স্বস্তিকা। হাসি পিয়ার মুখে। তিনি পরেছেন একটি লাল-কালো কম্বিনেশনের পোশাকই। তাঁদের দুজনের পোশাকের রঙমিলান্তি যেন প্রমাণ দিচ্ছে তাঁদের বন্ধুত্বেরই। সোশ্যাল মিডিয়ায় পিয়া ও স্বস্তিকার এই ছবিটির কমেন্টবক্স ভরেছে প্রশংসাসূচক মন্তব্যে।
সদ্য মুক্তি পেয়েছে স্বস্তিকার নতুন ছবি, 'বিজয়ার পরে'। এই ছবিটি নিয়ে এবিপি লাইভকে সাক্ষাৎকার দিতে গিয়ে স্বস্তিকা বলেছিলেন, 'এখন তো আর সিনেমা ছাড়া ব্যক্তিগত জীবনে বাবা-মা বলতে পারি না। তাই ওই অভিনয় করার সময়টুকু মনে হয়.. আমার ও অভিভাবক আছে, মাথায় বড়দের হাত আছে। যে না পাওয়াটা নিজের জীবনে রয়েছে, সেটা কাজের মধ্যে, ছবির মধ্যে দিয়ে যদি অল্পবিস্তর মিটিয়ে নেওয়া যায়...।'
আরও পড়ুন: Koel Mallick: মায়ের জন্য মনখারাপ, তাই কোয়েলের শ্যুটিং ফ্লোরেই হাজির ছোট্ট কবীর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।