কলকাতা: পরিচালক সায়ন্তন ঘোষাল নিয়ে আসছেন নতুন ছবি 'অশনি'। 'বিজয়া' সিরিজে তাঁর পরিচালনায় কাজ করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। এবার তাঁকেই বড়পর্দায় নিয়ে আসতে চলেছেন সায়ন্তন। তাঁর সঙ্গে এবার দেখা যাবে দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-কে। মা মেয়ের চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়া ও স্বস্তিকাকে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharya), শিলাজিৎ মজুমদার (Silajit Mazumder) ও অন্যান্যরা।
কলকাতারই এক গল্প তুলে ধরবে এই ছবি। পূর্বা একসময়ে অনেক লড়াই করে এসেছে। তার অন্ধকার অতীতের কথা কেউ জানে না। সব এই কলকাতার বুকে মেয়েকে নিয়ে সুখের মুখ দেখতে শুরু করেছিল সে। কিন্তু হঠাৎ দুর্বৃত্তদের ‘টার্গেট’ হয়ে যায় তারা। কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে তাঁরা, সেই গল্পই তুলে ধরা হবে এই সিনেমায়। পূর্বার একটা অতীত রয়েছে। কিন্তু সে চায় না তার সেই অতীতের আঁচ এসে পড়ুক তার মেয়ের ওপর। কেবল একটা অন্ধকার অতীত নয়, বিশ্বাসঘাতকার গল্পও তুলে ধরা হবে এই ছবি জুড়ে।
এর আগে সায়ন্তন ঘোষালের পরিচালনায় বিজয়া ওয়েব সিরিজে অভিনয় করেছেন স্বস্তিকা। যাদবপুরের ছাত্র-নির্যাতনকাণ্ড যার মূল বিষয়। এই সিরিজ কার্যত আতঙ্ক তৈরি করে দিয়েছিল সমস্ত মায়েদের মনে। স্বস্তিকা নিজেও একজন মা। এর আগে পড়াশোনা এবং বর্তমানে চাকরি সূত্রে তাঁর মেয়েও থেকেছেন বাইরে। সেই কারণেই স্বস্তিকাকেও ভীষণভাবে ছুঁয়ে গিয়েছিল এই ওয়েব সিরিজ। স্বস্তিকা একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন যে এই ওয়েব সিরিজ থেকে তাঁর বেরিয়ে আসতে সময় লেগেছিল। 'বিজয়া' সিরিজে বেশ প্রশংসিত ও হয়েছিল তাঁর অভিনয়।
এই ছবি অবশ্যই থ্রিলার, তবে মানুষের বিভিন্ন আবেগ, অনুভূতি সবই ফুটে উঠবে এই সিরিজে। কলকাতার বিভিন্ন জায়গায় শ্যুটিং হয়েছে এই ছবির। কলকাতার এমন সমস্ত জায়গাকে ফুটিয়ে তোলা হয়েছে, যেই জায়গাগুলোকে এর আগে এভাবে দেখেননি মানুষ। এই ছবির প্রযোজক সব্যসাচী উপাধ্যায়। এই ছবির হাত ধরেই তিনি পা রাখছেন বাংলা ইন্ডাস্ট্রিতে।
আরও পড়ুন: Ranveer Allahbadia: কঠিন সময়ে রণবীরের হাত ছাড়ছেন প্রেমিকা নিক্কি শর্মাও! জল্পনার মধ্যে কী উত্তর এল?