কলকাতা: প্রথম থেকেই তিনি প্রতিবাদে রয়েছেন। রাত দখল থেকে শুরু করে একাধিক বার রাস্তায় নেমেছেন, আন্দোলনে মুখর হয়েছেন। আর আজ, এসএসকেএম-এর গণ কনভেনশনে কথা বলতে গিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastiak Mukherjee) গলায় উঠে এল সেই নারী স্বাধীনতার কথা, নারী সুরক্ষার কথাই। এদিনের গণ কনভেনশনে স্বস্তিকা বলেন... 


'ধর্মতলায় রাত জেগেছি। রাস্তায় নেমে প্রতিবাদ করেছি। এটাতে বিশাল কোনও কাজ করে ফেলিনি। অনেক মেয়েদেরই দেখেছি কত দূর দূর থেকে এসেছে। সকালের ট্রেন বাস খুললে তাঁরা সবাই বাড়ি যাবেন.. এমন নানাবিধ কথা শুনছিলাম। আরজি করের লড়াইয়ের কথা শুনছিলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল না কখন বাড়ি গিয়ে বিছানায় একটু শোব। আমার কাজের জায়গার প্রচুর মানুষ অনেকে এসেছেন। আমরা হয়তো সবদিন রাত জাগতে পারছি না, কিন্তু সবাই যে বাড়িতে খুব শান্তি করে ঘুমাতে পারছি না নয়। আমাদের বিভিন্ন হোয়াসঅ্যাপ গ্রুপে মেসেজ আসছে। যাঁরা রাস্তায় থাকছেন, বাড়ি না পৌঁছনো অবধি লাইভ লোকসন শেয়ার করছেন। এভাবেই আমরা প্রতিবাদটা চালিয়ে যাব।'


স্বস্তিকা আরও বলেন, 'আমার খুব ব্যক্তিগত জায়গা থেকে কিছু বিষয় বলার রয়েছে। আমার বাড়িতে ২ জন কাজের সহকারী রয়েছেন। বাড়িতে যে মাসি সবসময়ে আমার সঙ্গে থাকেন, তিনি ইদানিং আমায় প্রশ্ন করছেন না যে আমি কখন বাড়ি ফিরব। আমার রান্নার দিদি অন্যান্য অনেক বাড়িতে কাজ করেন, যাঁরা বাঙালি নন। আমার সেই রান্নার দিদি ওঁদের বাড়িতে গিয়ে অনেক প্রতিবাদ করেছেন, চেঁচামেচি করেছেন যে 'তোমরা বাঙালি বলে রাস্তায় নামছো না। তোমাদের বাড়ির মেয়ের সঙ্গে এমন হলে চুপ করে থাকতে পারতে?' আমার মাসি আমায় বললেন, 'টিভিতে দেখছি, তোমরা কী একটা বলে চিৎকার করছো.. উই ওয়ান্ট জাস্টিস না কি। কিন্তু অনেককেই যখন প্রশ্ন করা হচ্ছে, বিচারটা কার থেকে চাইছো, সবাই চুপ করে থাকছে। যদি তোমায় কেউ প্রশ্ন করে, তুমি কিন্তু সরকারের কথাটা বোলো।' অর্থাৎ প্রতিবাদটা কিন্তু আমাদের সবার মধ্যেই রয়েছে। 


আরও পড়ুন: Uorfi Javed: মুম্বইয়ে প্রকাশ্য রাস্তায় উরফিকে হেনস্থা! কী ঘটেছে তাঁর সঙ্গে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।