কলকাতা: বসন্তকালে বাসন্তী পুজো (Basanti Pujo)। পুজোয় অংশ নিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সবুজ সুতির শাড়ি, মুখে চওড়া হাসি, নজর সরানো যাবে না অভিনেত্রীর থেকে। কিন্তু এই হাসির পিছনে বড় কারণ, মেয়ে বাড়ি ফিরেছে। 


বাসন্তী পুজোয় একসঙ্গে মা-মেয়ে


মা পরেছেন সবুজ সুতির শাড়ি, মেয়ের পরনে হালকা বেগুনি রঙের সুতির শাড়ি। গরম যতই পড়ুক, পুজোতে শাড়ি পরা মাস্ট। এ কথা যদিও আমরা বলছি না, বলছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। মেয়ে অন্বেষা পড়াশোনার জন্য বাইরে থাকেন। 'স্প্রিং ব্রেক' অর্থাৎ বসন্তকালীন ছুটিতে ফিরেছেন মায়ের কাছে। স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা স্বস্তিকা। একগুচ্ছ ছবির সঙ্গে পোস্টে জানালেন মা-মেয়ের 'খুনসুটি'র তালিকা।


বাসন্তী পুজোর একগুচ্ছ ছবি পোস্ট করে এদিন স্বস্তিকা লেখেন, 'বসন্ত কালে বাসন্তী পুজো। আর এই সময়টা আরও বিশেষ হয়ে উঠেছে কারণ খুদে বাড়ি ফিরেছে তাঁর স্প্রিং ব্রেকে। ফের ওঁর ফিরে যাওয়া পর্যন্ত জীবন খুব সুন্দর কাটবে ফলে ততদিন আমি সম্পূর্ণ উপভোগ করার পরিকল্পনা করে ফেলেছি। আগামী কয়েক সপ্তাহ শুধু আদর আর মাছের ঝোল আর আলিঙ্গন আর ভালবাসায় ভরা কাটবে। হ্যাপি হোমকামিং মাম্মা।' পুজো উপলক্ষ্যে মেয়েকে শাড়ি পরার জন্য মানিয়েও নিয়েছেন, জানালেন নিজেই।


 






আরও পড়ুন: Neel Tiyasa: ব্যাংকক সফরে নীল, সঙ্গী তিয়াসা, বিদেশী সৌন্দর্য্যে মুগ্ধ হলেন 'বাংলা মিডিয়াম'-এর নায়িকা


অন্যদিকে, কাজের কথা বললে মুক্তির অপেক্ষায় স্বস্তিকা মুখোপাধ্যায়ের আগামী ছবি 'শিবপুর'। কালো রোদচশমায় ঢেকেছে চোখ। পুলিশ অফিসারের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। আর তাঁর পাশেই দাঁড়িয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়। পরনে সাদা শাড়ি, জোড় করা হাত, চোখে মুখে বিহ্বলভাব। এভাবেই মুক্তি পেয়েছে অরিন্দম ভট্টাচার্য্যের (Arindam Bhattacharyya)-র নতুন ছবি 'শিবপুর' (Shibpur)-এর পোস্টার। সেইসঙ্গে প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির তারিখও। আগামী ৫ মে বড়পর্দায় মুক্তি পাবে এই থ্রিলার ছবিটি। অরিন্দমের এই থ্রিলারে পরমব্রত ও স্বস্তিকাকে ছাড়াও দেখা যাবে রজতাভ দত্ত (Rajatabha Dutta), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), সুস্মিতা চট্টোপাধ্যায় (Sushmita Chatterjee), সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Neel Mukherjee) ও রাজদীপ সরকারকে (Rajdeep Sarkar)।