কলকাতা: কখনও ভরতনাট্যম, কখনও আঞ্চলিক আবার কখনও রবীন্দ্রনৃত্যের তালে.. টলিউডের এই নায়িকার ছোটবেলার ছবি দেখে তাঁকে তো চেনাই দায়। কে এই নায়িকা? ছোটবেলা থেকেই নাকি নাচ শিখছেন তিনি। পারফর্ম করেছেন একাধিক জায়গায়। সোশ্যাল মিডিয়ায় আজ নাচের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। নায়িকার ছবি দেখে কি চেনা যায় তাঁকে?
ঠিকই চিনেছেন। ইনি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় আজ নিজের ছোটবেলার একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন স্বস্তিকা। সঙ্গে লিখেছেন, 'অন্য যুগ থেকে একটা থ্রো-ব্যাক। স্কুলের অনুষ্ঠানে আমরা, ড্যান্সিং কুইনরা। ভরতনাট্যম, ওড়িশি, ভাংড়া.. এই সবকিছুই আমরা করেছি।' সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই ছবির কমেন্টে লিখেছেন, 'পুতুলের মতো'।
পুজোয় মুক্তি পেয়েছে দেব-রুক্মিণী ও স্বস্তিকা অভিনীত ছবি 'টেক্কা'। কীভাবে 'টেক্কা'-র অফার এসেছিল স্বস্তিকার কাছে? অভিনেত্রী বলছেন, 'সৃজিতের সঙ্গে আমার সম্পর্কটাই তেমন না যে ও আমায় ফোন করে চরিত্র অফার করবে। সৃজিত এমনই কোনও চিত্রনাট্য লিখলে আমায় পাঠায়.. আমি পড়ে মতামত দিই। যে চরিত্রটা আমায় বেশি মন দিয়ে পড়তে বলে, পড়ি। এভাবেই আমার কাছে 'টেক্কা'-র চিত্রনাট্যটা এসেছিল ২০২১ সালে। তখন মনে হয়েছিল, আমি মায়ার চরিত্রটা করব। পরে যখন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে এই কাজটি করার কথা হয়, শুনলাম রুক্মিণী মায়ার চরিত্রটা করছে। আমার মনে হয়েছিল ও আমার থেকে অনেক বেশি ফিট। কাজেই ওকে বেশি ভাল মানাবে।'
ইরার চরিত্রে সৃজিত কেন বেছেছিলেন স্বস্তিকাকে? অভিনেত্রী বলছেন, 'ইরা একটা অন্যরকম মা। যখন 'টেক্কা' নিয়ে সৃজিতের সঙ্গে আলোচনা হচ্ছে, ও আমায় বলেছিল, 'তুমি এই মায়ের চরিত্রটা এক্কেবারে সঠিকভাবে করতে পারবে। আসলে অনেকদিন ধরে পরিচিতি থাকার কারণে আমার মধ্যে যে মাতৃৃসত্তা রয়েছে, সন্তানকে নিয়ে যে আবেগ রয়েছে সেটা ও স্বচক্ষে দেখতে পেয়েছিল। ও ভেবেছিল ওই মাতৃসত্ত্বাকে জাগাতে পারলেই ইরাটা হয়ে যাবে। আমার মনে হয়েছিল, পরিচালকেরও মনে হয়েছিল আমার থেকে ভাল ইরাটা কেউ করতে পারবে না। 'নিখোঁজ'-এ আমি পুলিশের চরিত্র একবার করে ফেলেছি। আমার মনে হয়েছিল ইরা এক অন্য ধরণের মা। আমার কাছে নতুন একটা চ্যালেঞ্জ ছিল ইরা।'
আরও পড়ুন: Jahnhavi Kapoor: সকাল শুরু করেন বুলেট কফি দিয়ে, সারাদিন কী কী থাকে জাহ্নবীর ডায়েটে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।