কলকাতা: সুশান্ত সিংহ রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’য় অভিনয় করেছেন তিনি। সুশান্তের মৃত্যুর পর তিনি ক্ষুব্ধ হয়ে পোস্ট করেছিলেন, ‘লোক দেখানোর জন্য ওর আত্মার শান্তি কামনা করছেন কেন?’ সেই স্বস্তিকা মুখোপাধ্যায় এবার সুশান্তের সঙ্গে তাঁর নাচের একটি ভিডিও পোস্ট করলেন।

ভিডিওটি পোস্ট করে স্বস্তিকা লিখেছেন, ‘কিজির (দিল বেচারা সিনেমার নায়িকার চরিত্রের নাম) সঙ্গে নাচ করার পর ও আমার সঙ্গেও নেচেছিল। সুশান্তকে আমি এইভাবেই মনে রাখতে চাই। সব সময়। এত সরল। হুল্লোড়বাজ। প্রাণোচ্ছল। তারাদের সঙ্গে নাচ কোরো ছেলে। অনেক ভালবাসা।’



ভিডিওটি করেছিলেন দিল বেচারা সিনেমার পরিচালক মুকেশ ছাবড়া। স্বস্তিকা লিখেছেন, ‘ধন্যবাদ মুকেশ, এই দারুণ মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখার জন্য। সারা জীবন মনে রাখব।’

গত মাসে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্তের ঝুলন্ত দেহ। অভিনেতা আত্মহত্যা করেছেন, নাকি আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন, তা নিয়ে তদন্ত করছে মুম্বই পুলিশ। তারই মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘দিল বেচারা’। সুশান্তের অভিনীত শেষ ছবি।