আরেকজনের আবার মন্তব্য, 'তোমার কালো অন্তর্বাস, আমি ভীষণ হতাশ!'
উৎসাহী নেটিজেনদের হতাশ না করেই লম্বা উত্তর দিয়েছেন জনপ্রিয় নায়িকা। বিস্তারিত জবাবে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন স্বস্তিকা। সেগুলি সবই বিভিন্ন সিনেমার পোস্টারের। সেই সঙ্গে দিয়েছেন মোক্ষম জবাব। স্বস্তিকা লিখেছেন, 'আচ্ছা, আমরা কি জানতে চাই, কেন ডিরেক্টর হিরোকে তাঁর জাঙ্গিয়া বা চাড্ডিতে দেখালেন কেন পোস্টারে? না আমরা করি না, এমনকী মনে দাগও কাটে না বিষয়গুলো। বরং এটা একটা 'কুল' ব্যাপার বলেই ধরে নিই। কিন্তু মহিলাদের ব্রা স্ট্যাপ নিয়ে খুব উৎসাহ।... নাহ...ছবির সঙ্গে কোনও সম্পর্ক নেই, এবার স্বাভাবিক জিনিস দেখানোর সময় এসেছে।'
দিনকয়েক আগে স্বস্তিকার আন্ডারকাট হেয়ারস্টাইলে ছবি নিয়েও ট্রোল করেন নেটিজেনরা। তারও কড়া জবাব দেন অভিনেত্রী। বলেন, 'ব্যাড ইজ ইন'! সেই পোস্টও ভাইরাল হয়।