কলকাতা: ফের নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন শ্বেতা ভট্টাচার্য্য (Sweta Bhattcharyya)। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা রণজয় বিষ্ণু (Ranajoy Bishnu)-কে। ১৮ তারিখ থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকে শ্বেতার নাম শ্যামলী। রণজয়ের চরিত্রের নাম অনিকেত মল্লিক। এই গল্পের শ্যামলীর চরিত্র এক মধ্য তিরিশের মহিলা। ভাইদের অপমান ও অত্যাচারে বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয় সে। বাড়ি থেকে কলকাতায় চলে আসে শ্যামলী। আর সেখানে এসেই শ্যামলীর দেখা হয় অনিকেতের সঙ্গে। অনিকেত এক ব্যবসায়ী পরিবারের ছেলে। বাড়ির ছোট ছেলে সে। জীবন চালানোর জন্য শ্যামলীকে বাড়ির কাজের মানুষ হিসেবে কাজ দেয় অনিকেত।
পরবর্তীতে, ঘটনাপ্রবাহে বিয়ে হয় অনিকেত ও শ্যামলীর। কিন্তু এই দুই মানুষের প্রেম বা ভালবাসা কি আদৌ সম্ভব? দুই পৃথিবী থেকে আসা দুই মানুষের সম্পর্ক কেমন হবে... সেই নিয়েই এগিয়ে যাবে এই ধারাবাহিকের গল্প। জি বাংলার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক। এর আগে বিভিন্ন ধারাবাহিকে মুখ্যচরিত্রে নজর কেড়েছেন শ্বেতা ও রণজয় দুজনেই। এই প্রথম জুটি বাঁধছেন তাঁরা। ধারাবাহিকের নাম 'কোন গোপনে মন ভেসেছে' (Kon Gopone Mon Bheseche)।
এর আগে, 'যমুনা ঢাকি' ধারাবাহিকে কাজ করতে গিয়ে শ্বেতার আলাপ হয় অভিনেতা-নৃত্যশিল্পী রুবেল দাসের (Rubel Das)-সঙ্গে। এই ধারাবাহিকে শ্বেতার বিপরীতে অভিনয় করতেই তিনি। সেখান থেকেই শুরু হয় তাঁদের সম্পর্ক। এখন শ্বেতা আর রুবেল প্রেমের সম্পর্কে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় তাঁদের মিষ্টি সম্পর্কের ঝলক। 'প্রজাপতি' ছবিতে দেব ও মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)-র সঙ্গে কাজ করেছিলেন শ্বেতা। তবে অভিনেত্রী আবার ফিরেছেন ছোটপর্দায়। এর আগে হানি বাফনার বিপরীতে ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি আর এবার জুটি বাঁধছেন রণজয়ের সঙ্গে। সৃজিত রায় ও স্নেহাশীষ জানার (Srijit Roy and Snehashish Jana)-র পরিচালনায় দেখা যাবে এই ধারাবাহিক.
আরও পড়ুন: Sandipta Sen: নতুন বিয়ে, সংসার.... কীভাবে সময় কাটছে সন্দীপ্তার?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।