সিনেমার নতুন গান ‘আ তো সহি’-র প্রচারের জন্য নিজের ট্যুইটার অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেছিলেন তাপসী। ক্যাপশনে পিঙ্ক-এর অভিনেত্রী লিখেছিলেন—‘জোয়ারের বিরুদ্ধে চললে শক্তভাবে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে.. কিন্তু হাসতে ভুলবেন না। জুড়ওয়া ২। আ তো সহি’।
কিন্তু ওই ছবি পছন্দ হয়নি এক ট্যুইটার গ্রাহকের। ছবির নিজে হিন্দিতে নিজের মন্তব্য জানান তিনি। তাপসী পান্নুর সমালোচনা করে লেখেন, ‘আমাদের দেশে আমরা মতামত প্রকাশের অধিকারী। তাই, আপনি বাকি পোশাকটুকুও রেখেছেন কেন। আপনাকে এভাবে দেখে আপনার ভাই বোধহয় গর্ব অনুভব করতেন’।
এর জবাবে তাপসী লেখেন, ‘দুঃখিত, ভাই নেই, থাকলে জিজ্ঞাসা করে জানাতাম। কিন্তু এখন বোনের জবাব পেলেই চলবে তো?’
ডেভিড ধাওয়ান পরিচালিত তাপসীর আগামী সিনেমা ‘জুড়ওয়া ২’ আগামী ২৯ সেপ্টম্বর মুক্তি পাবে।