নয়াদিল্লি: পাপারাৎজিদের ওপর বেজায় খেপলেন অভিনেত্রী তাপসী পন্নু (Taapsee Pannu)। শনিবার ডিনারে বাইরে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকেই ফেরার পথে বারবার পাপারাৎজিদের (paparazzi) গাড়ির সামনে থেকে সরে যেতে বলেন তিনি। রবিবার এমনই একটি ভিডিও ভাইরাল (viral video) হয়েছে যেখানে দেখা যাচ্ছে গাড়ি উঠতে গিয়েও উঠতে পারছেন না অভিনেত্রী, গাড়ির সামনে এমনভাবেই পথ আটকে দাঁড়িয়ে লোকজন। আর তাতে বেশ রেগেই গেলেন নায়িকা। কী বললেন এমন? 


রেগে গেলেন তাপসী? কেন?


যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী বারবার বলে চলেছেন, 'দয়া করে সরে যান, দয়া করে সরে যান নয়তো বলবেন ধাক্কা লেগে গেল। সরে যান প্লিজ, সরে যান, সরে যান, সরে যান। শান্তভাবে বলছি, নয়তো আবার বলবেন ধাক্কা লেগে গেল। সরে যাও, সরে যাও, প্লিজ সরে যাও।' অভিনেত্রীর গলায় যদিও বিরক্তি তখন স্পষ্ট।


যখন অবশেষে তাঁর গাড়ির সামনে থেকে ছবি শিকারিরা সরে যান, তখন 'ধন্যবাদ'ও জানান অভিনেত্রী। এরপর তিনি যেই গাড়িতে চড়ে বসেন, তখনই এক পাপারাৎজি বলেন, 'ধন্যবাদ। বাই তাপসী জি। আপনি খুব ভাল।' গাড়ির দরজা বন্ধ করতে করতেও ধন্যবাদ জানান তিনি। এদিন তাঁকে কালো টপ ও ফ্যাকাসে হলুদ রঙের স্কার্ট পরে দেখা যায়। সঙ্গে নিয়েছিলেন মানানসই ব্যাগও!


 






আরও পড়ুন: Shah Rukh Khan Gets Y+ Security : বারবার প্রাণনাশের হুমকি ! শাহরুখকে Y+ সিকিউরিটি দিল মুম্বই পুলিশ, কেমন হবে নিরাপত্তা বলয়?


তাপসী পন্নু প্রযোজিত ছবি মুক্তির অপেক্ষায়


তাপসী পন্নুর প্রযোজনা সংস্থার ছবি 'ধক ধক' মুক্তির অপেক্ষায়। আগামী শুক্রবার ১৩ অক্টোবর, এই ছবি মুক্তি পাচ্ছে। ফাতিমা সানা শেখ, রত্না পাঠক শাহ্, দিয়া মির্জা ও সঞ্জনা সাংঘি অভিনীত এই ছবি চার নারীর বাইক ট্রিপের গল্প বলবে। ছবির পরিচালনার দায়িত্বে আছেন তরুণ দুদেজা। ২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পায় তাঁর প্রথম প্রযোজনা 'ব্লার'। এরপর তাঁর সংস্থার দ্বিতীয় প্রযোজনা 'ধক ধক'। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial