মুম্বই: 'ভুলভুলাইয়া ২' (Bhool Bhulaiyaa 2) ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী তব্বু। শুক্রবার সোশ্যাল মিডিয়াতে শ্যুটিং সেট থেকে একটি ছবি শেয়ার করে নেন টাবু। শেখানে তিনি লেখেন, 'যার শেষ ভালো তার সব ভালো।' 'ভুলভুলাইয়া ২'-তে আমার যাত্রা শেষ হল। ছবিতে হাজির ছিলেন ছবির সমস্ত অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ছবির সঙ্গে যুক্ত অন্যান্যরা। কেক কেটে উদযাপনও করা হয় দিনটি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিয়েছেন তব্বু। 


আরও পড়ুন: Lock Upp: কঙ্গনার 'লক আপ'-এ এবার বন্দি কর্ণবীর বোহড়া


অক্ষয় কুমার, বিদ্যা বালান, অমিশা প্যাটেল, পরেশ রাওয়াল, সাইনি আহুজা অভিনীত 'ভুলভুলাইয়া' ছবির রেশ এখনও রয়ে গিয়েছে দর্শকদের মনে। এবার নতুনভাবে আসতে চলেছে 'ভুলভুলাইয়া টু'। তবে অভিনেতা অভিনেত্রীদের তালিকায় বেশ কিছু রদবদল এসেছে। বদল এসেছে পরিচালনাতেও। 'ভুলভুলাইয়া' ছবিটি পরিচালনা করেছিলেন জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন। আর 'ভুলভুলাইয়া টু' পরিচালনা করছেন পরিচালক অনীশ বাজমি। এই ছবিতে কার্তিক আরিয়ান ছাড়াও অভিনয় করেছেন কিয়ারা আডবাণী, তব্বু, রাজপাল যাদব এবং আরও অনেক অভিনেতারা।


'কাহানি' ছবির পর 'ভুলভুলাইয়া' ছবিতে বিদ্যা বালানের 'মঞ্জুলিকা' চরিত্রে অভিনয় খুবই প্রশংসিত হয়। দর্শকের আজও মনে থেকে গিয়েছে 'আমি যে তোমার' গানের দৃশ্যে মঞ্জুলিকা চরিত্রে বিদ্যা বালানের অভিনয় এবং নাচ। তাই 'ভুলভুলাইয়া টু' ছবিতেও মঞ্জুলিকাকে দেখা যাবে কিনা তা জানার জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, 'বিদ্যা বালান এবং পরিচালক অনীশ বাজমির মধ্যের পেশাদার সম্পর্ক তৈরি হয় ২০১১ সালে। যখন পরিচালকের 'থ্যাঙ্ক ইউ' ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন বিদ্যা। এরপর তাঁকে দেখা যায় 'ভুলভুলাইয়া'তে।' 'ভুলভুলাইয়া ২' ছবির কথা উঠতে অনেকেই ভেবেছিলেন ছবিতে দেখা যাবে বিদ্যাকে। কিন্তু নাকচ করা হয়েছে সেই জল্পনা। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী এবং তব্বু।


চলতি বছরের ২০ মে মুক্তি পাওয়ার কথা এই ছবির।