মুম্বই: ‘দ্য কপিল শর্মা শো’-এ বরুণ ধবন দেবদূত সেজে ডানা মেলে এমন কাণ্ড করেছেন, যে দর্শকরা হেসে কুটিপাটি। কিন্তু দর্শক হাসলে কী হবে, যাঁর ‘অ্যাঞ্জেল’ মিউজিক ভিডিওর নকলে বরুণ এই কমেডিটি করেছেন, সেই তাহের শাহ রেগে অগ্নিশর্মা। দিনদুয়েক আগে ‘ঢিসুম’ ছবির প্রচারে বরুণ, জন আব্রাহাম ও জ্যাকলিন ফার্নান্ডেজ কপিল শর্মার কমেডি শো-এ গিয়েছিলেন। সেখানেই তাহেরের বিখ্যাত বা কুখ্যাত ‘অ্যাঞ্জেল’ ভিডিওর অনুকরণে ডানা লাগিয়ে অ্যাঞ্জেল সাজেন ডেভিড ধবনের ছেলে।


এর পরপরই ওই অনুষ্ঠানের ছবি আর ভিডিও ভাইরাল হয়ে যায়। এই সপ্তাহের কপিল শর্মা শো-এ তা দেখানোরও কথা। কিন্তু বেঁকে বসেছেন খোদ তাহির শাহ। দেবদূত হয়ে ডানা মেলে মাঠে ঘাটে ঘোরার সুযোগ আর কারও হাতে তুলে দিতে বেজায় আপত্তি রয়েছে তাঁর। ফলে অনুষ্ঠানটি সম্প্রচার করতে গিয়ে মুশকিলে পড়েছে সনি টিভিও।


জানা গেছে, তাহের বলেছেন, বরুণ তাঁকে নিয়ে ইয়ার্কি মেরেছেন। তাই বেজায় অসন্তুষ্ট তিনি। সনি ওই গায়েনর রাইটস চেয়ে তাহেরকে চিঠি লিখেছে বলে খবর। জবাবে তাহেরের ম্যানেজার তাদের ল্যান্ডলাইনে ফোন করে চেঁচামেচি করেছেন, সনি কী করে তাঁর মালিকের সঙ্গে এতটা দুর্ব্যবহার করতে পারল! এখন সনি তাহেরকে বোঝানোর চেষ্টা করছে, যা হয়েছে, তা স্রেফ মজা ছাড়া কিছু নয়।
আশা করা যাক, তাহের সনিকে নিজের গানের রাইটস দিতে রাজি হবেন। আর তা যদি নাই হন, তা হলেও বরুণের অ্যাঞ্জেল সাজ রইল আপনাদের চোখের সামনে।

এবার দেখুন তাহেরের ‘অ্যাঞ্জেল’: