ম্যাঞ্চেস্টার: ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয়ের পর উচ্ছ্বাস সারা ভারতজুড়ে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় বলিউড দম্পতি সইফ আলি খান ও করিনা কপূরের ছেলে তৈমুর ও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মেয়ে জিভার ভিন্ন ভিন্ন ছবি ও ভিডিও সামনে এসেছে। তৈমুরের যে ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে, তাতে তাকে নীল রঙের ভারতীয় দলের জার্সি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। হাসি মুখে এক পায়ে দাঁড়িয়ে স্যালুট করতে দেখা যাচ্ছে তৈমুরকে। এই ছবি দেখে মনে করা হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের উচ্ছ্বাস প্রকাশ করছে সে।
ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল পাকিস্তানের বিরুদ্ধে ভারত ৮৯ রানে জয়ী হয়েছে। এই জয়ের পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেলিব্রিটিরা টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন।
ম্যাচ চলাকালে গ্যালারিতে ছিল মহেন্দ্র সিংহ ধোনির ছোট্ট মেয়ে জিভা। সারা সময়টাই সে বিভিন্ন সেলিব্রিটিদের খেলতে ও মজা করতে দেখা গেল। সইফ আলি খানের সঙ্গে জিভার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এছাড়াও ক্রিকেটার ঋষভ পন্তের সঙ্গেও জিভাকে খুনসুটি করতে দেখা গেল।