ম্যাঞ্চেস্টার: ক্রিকেট বিশ্বকাপের যুদ্ধে ভারতের কাছে শোচনীয় হারের প্রেক্ষিতে পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস বাড়ানোয় সাহায্য করার ইচ্ছা প্রকাশ করলেন বক্সার আমির খান। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নামী বক্সার ট্যুইট করেছেন, কী করে ফিট, শক্তিশালী থাকতে হয়, কী ভাবে খাওয়াদাওয়া, ডায়েট, ট্রেনিংয়ের নিয়মশৃঙ্খলা মেনে চলতে হয়, সে ব্যাপারে কিছু পরামর্শ দিয়ে পাক ক্রিকেট টিমকে সাহায্য করতে পারলে ভাল লাগবে। এই দলে ট্যালেন্ট আছে, কিন্তু শক্তি, কন্ডিশনিং, ফোকাসের ক্ষেত্রে উন্নতির দরকার।





জন্ম, বড় হয়ে ওঠা ম্যাঞ্চেস্টারেই। ব্রিটেনকে তিনি বক্সিং অলিম্পিকে রূপো এনে দিয়েছেন, পেশাদার সার্কিটে তিনি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। পাকিস্তানের সঙ্গে তাঁর ভাল যোগাযোগ আছে, সেদেশে বক্সিংয়ের প্রসারে সেখানে তিনি প্রায়ই যান।



সামনের মাসেই জেড্ডায় আমিরের ম্যাচ ভারতীয় বক্সার নীরজ গয়াতের সঙ্গে। তাঁকে হারিয়ে বদলা নেওয়ার বাসনা প্রকাশ করেছেন আমির। তিনি ট্যুইট করেছেন, আইসিসি বিশ্বকাপ, ২০১৯ এ পাকিস্তান আজ ভারতের কাছে হেরেছে। সৌদি আরবের আসন্ন লড়াইয়ে আমি এই হারের বদলা নেব, নীরজ গয়াতকে নক আউট করব। তবে প্রাক্তন ডব্লুবিসি খেতাবের মালিক গয়াতও পাল্টা বলেছেন, স্বপ্নই দেখতে থাক আমির খান। আমার, ভারতের জয় দেখতে হবে তোমাকে।


/code>